1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন রাজা পেল স্পেন

২০ জুন ২০১৪

অর্থনৈতিক সংকট, রাজপরিবারের নানান কেলেঙ্কারি, তারই মধ্যে স্পেনের ৮৬ বছর বয়সি রাজা খুয়ান কার্লস রাজদণ্ড তুলে দিলেন সুযোগ্য সন্তানের হাতে৷ অবশ্য তাঁর সিংহাসন ত্যাগ ও নিজ পুত্রের সিংহাসনে আরোহণ, এ সবই সংসদের অনুমতি নিয়ে৷

https://p.dw.com/p/1CM1V
Spanien König Felipe VI Königin Letizia Prinzessin Sofia Prinzessin Leonor
ছবি: Reuters

রাজতন্ত্রের যুগ কি শেষ হয়েছে? এই বিতর্ক বিশেষ করে স্পেনে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যে ষষ্ট ফেলিপের অভিষেকে ইউরোপের অন্যান্য নৃপতিদের আমন্ত্রণ জানানো হয়নি৷ মাত্র হাজার দুই অতিথির একটি ভোজসভার আয়োজন করা হয়েছে, মাগগি গণ্ডার বাজারে যেমন মানায়৷ ওদিকে মাত্র কিছুদিন আগেই রাজা খুয়ান কার্লস গিয়েছিলেন আফ্রিকায় হাতি শিকার করতে; রাজকন্যে ও তাঁর স্বামীর তলব পড়েছিল আদালতে, এক দুর্নীতির মামলায়৷ এ সব মিলিয়ে নতুন রাজাকে আগে দেখতে হবে, বাজারে সেরিমোনিয়াল রাজতন্ত্র, পরোক্ষে রাজপরিবারের জনপ্রিয়তা যাতে কিছুটা বৃদ্ধি পায়৷ কেননা হাল আমলে রাজা চলেন জনতার, অর্থাৎ কিনা জনতার প্রতিনিধিদের মর্জিতে৷ অপরদিকে জনতার ভক্তি-শ্রদ্ধা-ভালোবাসাই হলো নৃপতি তথা রাজতন্ত্রের রক্ষাকবচ৷

Spanien König Felipe VI Königin Letizia Prinzessin Sofia Prinzessin Leonor Königin Sofia
রাজদম্পতির দুই কন্যা: লেওনোর ও সোফিয়া৷ছবি: Reuters

৪৬ বছর বয়সে রাজা হলেন প্রিন্স ফেলিপে৷ সে ১৯৯১ সালের কথা: মেক্সিকোয় আইবেরিয়ান-অ্যামেরিকান শীর্ষ বৈঠক চলেছে৷ কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো উঠে গিয়ে স্পেনের রাজা খুয়ান কার্লসের কানে-কানে প্রশ্ন করেন: ‘‘আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করার ইচ্ছে ছিল৷ আপনার ঐ ছেলেটি, কিরকম লম্বা, কিরকম সুন্দর৷ ও করেটা কী? ও কি উপ-রাজা বা ওই ধরনের কিছু?'' রাজা হুয়ান কার্লস উত্তর দিয়েছিলেন: ‘‘উত্তরাধিকারী হওয়ার অর্থ নৃপতি হওয়ার প্রস্তুতি নেওয়া৷'' সেই প্রস্তুতি পর্ব এতদিনে শেষ হলো৷ সে তুলনায় ব্রিটেনের প্রিন্স চার্লসের প্রস্তুতি এখনও চলেছে৷

König Felipe VI Krönung Vereidigung
ইউরোপের অন্যান্য নৃপতিদের আমন্ত্রণ জানানো হয়নিছবি: Reuters

রাজা খুয়ান কার্লস এ মাসের সূচনায় ঘোষণা করেন যে, তিনি সিংহাসন ত্যাগ করার অভিপ্রায় রাখেন৷ কিন্তু তার অনেক আগে থেকেই প্রিন্স ফেলিপের উপর রাজার বিভিন্ন প্রতিনিধিত্বমূলক দায়িত্ব এসে পড়েছিল: রাজপরিবারে তাঁর মতো পরিপূর্ণ নির্ঘণ্ট আর কারো নেই৷ ফেলিপে খুয়ান পাবলো আলফন্সো দে তোদোস লোস সান্তোস দে বর্বন ই গ্রেসিয়ার জন্ম ১৯৬৮ সালের ১০ই জানুয়ারি, মাদ্রিদে৷ ন'বছর বয়সে তিনি প্রিন্স অফ আস্তুরিয়াস হন, যা কিনা স্পেনের ক্রাউন প্রিন্স বা যুবরাজ, অর্থাৎ ব্রিটেনের প্রিন্স অফ ওয়েলস-এর সমতুল্য৷

ফেলিপে তখন ১৩ বছরের কিশোর এবং স্পেন আরেক সামরিক অভ্যুত্থানের মুখে৷ রাজা খুয়ান কার্লস তাঁর কিশোর সন্তানকে সঙ্গে করে নৃপতির ‘স্টাডি' থেকে একটির পর একটি টেলিফোন করে সেই বিদ্রোহের অবসান ঘটান৷ যুবাজের পক্ষে এর চেয়ে ভালো শিক্ষা আর কিছু হতে পারত না৷ সাধে কি খুয়ান কার্লস ফেলিপে সম্পর্কে বলেছেন: ‘‘(ও হলো) স্পেনের ইতিহাসে সেরা প্রস্তুতি পাওয়া বুর্বোন (রাজপুত্র বা নৃপতি)''৷

Spanien König Felipe VI Königin Letizia Königin Sofia Prinzessinnen Leonor und Sofia Juan Carlos
৪৬ বছর বয়সে রাজা হলেন প্রিন্স ফেলিপেছবি: Reuters

পড়াশুনা করেছেন স্পেন এবং যুক্তরাষ্ট্রে৷ তাঁকে জড়িয়ে বহু বাস্তবিক এবং কাল্পনিক প্রেমকাহিনির পর শেষমেষ বিবাহ করেছেন এক ডিভোর্সি টেলিভিশন সাংবাদিককে: লেটিৎসিয়া অর্টিস৷ রাজদম্পতির দুই কন্যা: লেওনোর ও সোফিয়া৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য