1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের প্রশংসায় নেদারল্যান্ডসের কোচ

৯ জুলাই ২০১০

বিশ্বকাপে প্রথমবারের মত ফাইনালে উঠলেও খেলা দিয়ে সকলের শ্রদ্ধা ইতিমধ্যে আদায় করে নিয়েছে স্পেন৷ জার্মানির পর এবার নেদারল্যান্ডসের কোচের মুখেও শোনা গেল স্পেনের প্রশংসা৷ তবে প্রশংসায় ভেসে যেতে রাজি নন স্পেনের কোচ৷

https://p.dw.com/p/OEZg
Bert van Marwijk
ডাচ কোচ বের্ট ফান মারউইকছবি: AP

বিশ্ব ফুটবলে বরাবরই স্পেন একটি শক্তিশালী দল৷ প্রতিবার তারা বিশ্বকাপে অংশ নেয় অন্যতম ফেভারিট হিসেবে এবং প্রথমদিকে তাদের খেলাও সকলের নজর কাড়ে৷ তারপরও তাদের কি যেন হয়, বিশ্বকাপের শুরুর দিকেই তারা বাদ পড়ে যায়৷ তবে এবার ব্যতিক্রম৷ প্রথম ম্যাচে হেরে বসলেও এরপর প্রতিটি ম্যাচেই স্প্যানিশদের ফুটবল প্রতিপক্ষ দল সহ সকলের প্রশংসা কুড়িয়েছে৷ যেমন সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ বলেছিলেন, আমার কাছে বিশ্বকাপে এবার ফেভারিট স্পেন৷ এবার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগে ডাচ কোচের মুখেও শোনা গেল একই কথা৷ বৃহস্পতিবার ডাচ কোচ বের্ট ফান মারউইক এক সংবাদ সম্মেলনে বললেন, যোগ্য দল হিসেবে জার্মানিকে হারিয়েছে স্পেন৷ এই মুহুর্তে বিশ্বের সেরা দল স্পেন৷ গত কয়েক বছর ধরে তারা দারুণ ফুটবল খেলছে৷ তাদের খেলা আমি উপভোগ করি৷

Vicente Del Bosque
স্পেনের কোচ ভিনসেন্তে দেল বস্কেছবি: AP

তবে প্রতিপক্ষের প্রশংসার পাশাপাশি নিজের দলকে উৎসাহ দিতে ভোলেননি নেদারল্যান্ডসের কোচ বের্ট ফান মারউইক৷ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়া সম্পর্কে বলেন, তাদের হারানোটা একটি চ্যালেঞ্জ৷ তবে আমরা তাদের ভয় পাচ্ছি না৷ ডাচ দলের অন্যতম খেলোয়াড় ফান পার্সি এখন পর্যন্ত তার সেরা ফর্মটা দেখাতে না পারলেও তার ওপর আস্থা রাখছেন বের্ট ফান মারউইক৷ ফাইনালে তার আসল খেলাটা দেখা যাবে বলে আশাও করছেন তিনি৷

এদিকে নিজ দলের প্রশংসা অন্যদের মুখে শুনলেও আসল লক্ষ্যটা কিন্তু ঠিকই মনে রেখেছেন স্পেনের কোচ ভিনসেন্তে দেল বস্কে৷ নিজ দলের দুর্বলতা নিয়েও তিনি খোলামেলা কথা বলেছেন৷ উল্লেখ্য, আকর্ষণীয় ফুটবল খেললেও এখন পর্যন্ত ছয়টি ম্যাচে স্পেন গোল করেছে মাত্র সাতটি৷ তার মধ্যে পাঁচটিই করেছেন ডেভিড ভিয়া৷ তাই কোচ দেল বস্কে সরাসরি বলেই ফেললেন যে গোলপোস্টের সামনে স্প্যানিশদের পারফরমেন্স যথেষ্ট নয়৷ তিনি বলেন, সম্ভবত আমরা গোলপোস্টের সামনে গিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না৷ তবে এটি সত্যি, যে ফুটবলে এটিই সবচেয়ে কঠিন কাজ৷ আসল কথা হচ্ছে, আমাদের কৌশলের ওপর আস্থা রাখা এবং মাঠে সংগঠিত থাকা৷ সেমিফাইনালে দলের মূল স্ট্রাইকার ফার্নান্দো টরেসকে শুরুতেই নামাননি বস্কে৷ ফাইনালেও তাঁর মূল একাদশে তেমন পরিবর্তন হবে না বলে মনে করছেন স্পেনের কোচ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন