1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে এবোলা

৮ অক্টোবর ২০১৪

পশ্চিম আফ্রিকা ছেড়ে এবোলার থাবা এবার পড়েছে ইউরোপের মাটিতে৷ স্পেনের এক সেবিকার এবোলা ধরা পড়েছে৷ এবোলা আশঙ্কায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকিদেরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে৷

https://p.dw.com/p/1DRxF
স্পেনের এবোলা আক্রান্ত সেবিকাকে সোমবার হাসপাতালে নেয়া হয়ছবি: Reuters/TV

স্প্যানিশ গণমাধ্যমে আক্রান্ত সেবিকার নাম টেরেসা রোমেরো বলে জানানো হয়েছে৷ তাঁর বয়স ৪০ এর ঘরে৷ সোমবার থেকে তাঁকে আলাদাভাবে চিকিৎসা দেয়া শুরু হয়েছে৷ স্পেনের রাজধানী মাদ্রিদের একটি হাসপাতালে তিনি কাজ করেন৷ সেখানেই তিনি পশ্চিম আফ্রিকা থেকে ফেরত আসা দু'জন স্প্যানিশ ধর্ম প্রচারককে সেবা প্রদান করেন, যাঁরা পরবর্তীতে এবোলার কারণে মারা যান৷

এই দুই ধর্ম প্রচারকের একজন গার্সিয়া বিয়েখো ৷ ৬৯ বছর বয়েসি বিয়েখো সিয়েরা লিওনে ছিলেন৷ সেখান থেকে স্পেনে ফেরার পর ২৫ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়৷ বিয়েখোকে সেবা দিয়েছিলেন রোমেরো৷ সেখানে থেকেই রোমেরো এবোলায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

কিন্তু প্রশ্ন উঠেছে, কীভাবে মাদ্রিদের ঐ হাসপাতালের বিশেষ ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা টপকে রোমেরোর শরীরে এবোলা ভাইরাস প্রবেশ করলো৷ ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি জানতে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে৷ ইউরোপীয় কমিশনের মুখপাত্র ফ্রেডেরিক ভিনসেন্ট মনে করেন, ‘‘নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা আছে৷''

অবশ্য এবোলা আবিষ্কারকদের একজন পিটার পিওট বলেন, সারা বিশ্বের স্বাস্থ্যকর্মীদের জন্য এবোলা হুমকি হলেও উন্নত দেশে সেটা মহামারি রূপ ধারণ করতে পারে বলে তিনি মনে করেন না৷

এদিকে, এবোলা আক্রান্ত সেবিকা রোমেরোর সহকর্মীরা হাসপাতালের দূর্বল নিরাপত্তা ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ করেছেন৷ তাঁরা এর জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন৷ বিক্ষোভকারীদের অভিযোগ, সেবক-সেবিকাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয়নি৷

স্পেন পরিস্থিতি

রোমেরোর শরীরে এবোলা ধরা পড়ার পর তাঁর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন সহ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর মধ্যে একজন রোমেরোর স্বামী৷ তিনি ‘মারাত্মক ঝুঁকি'-র মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ সেজন্য তাঁকে পুরোপুরি আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে৷ এছাড়া রোমেরোর আরও দুই সহকর্মীকে হাসপাতালে নেয়া হয়েছে৷

নাইজেরিয়া থেকে স্পেনে ফেরত যাওয়া এক প্রকৌশলীকেও এবোলা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য