1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন জিতল, কিন্তু প্যারাগুয়ের মাথা হেঁট নয়

৪ জুলাই ২০১০

বলতে কি, স্পেনের স্বস্তি বনাম প্যারাগুয়ে’র সাহসও বলা যেতে পারে৷ কেউ বলছে, নাটকীয়, বিভ্রান্তির খেলা৷ স্পেনের গোলরক্ষক এবং ক্যাপ্টেন ইকের কাসিয়াস বলছেন, হার্ট এ্যাটাকের ম্যাচ৷

https://p.dw.com/p/OAEK
ছবি: AP

দু'পক্ষেই পেনাল্টি মিস'এর পর যে ডেভিড ভিয়া'র গোলের কল্যাণে ১-০ গোলে জিতল স্পেন, সেই ভিয়া স্বয়ং বলেছেন: ‘‘প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচটি ছিল এযাবৎ আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ এবং আমরা জানি যে, বিপক্ষ যখন শুধু বসে থাকে এবং ডিফেন্ড করে, তখন ব্যাপারটা আমাদের পক্ষে কঠিন হয়ে ওঠে৷ তবুও আমরা জিততে পেরেছি এবং বড় কথা হল, দল এখনও টুর্নামেন্টে আছে৷''

স্পেনের সাফল্যের রহস্যটা যে ২০০৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মতো কয়েকটি খেলোয়াড়ের ভেলকি নয়, সেটা তারা নিজেরাই বলছে৷ ম্যান অফ দ্য ম্যাচ আন্দ্রেস ইনিয়েস্তা বলেছে, ‘‘এই দলের শক্তি হল এই যে, সকলেই একটি একক হয়ে খেলে, সকলেই তাদের কাজ জানে এবং সাফল্য অর্জনে সাহায্য করে৷'' - অথচ আমাদের মনে করা দরকার, টুর্নামেন্টের আগে স্পেন বলতেই একমাত্র প্রশ্ন ছিল, ফের্নান্দো টরেস কি করবে৷ সেই টরেস এবারেও শুধু গোলই নয়, খেই পায়নি এবং ৫৬ মিনিটের মাথায় তাকে বার করে নিতে হয়েছে৷

WM Südafrika 2010 Spanien vs Paraguay Flash-Galerie
ছবি: AP

ইকের কাসিয়াস'কে নিয়ে উচ্ছ্বসিত সবাই, যেমন দলের, তেমনই দেশের লোক এবং সেই সঙ্গে মিডিয়া৷ কিন্তু সেই প্রশংসা পরোক্ষভাবে প্যারাগুয়েকেও প্রশংসা৷ ল্যাটিন আমেরিকার দেশটি তাদের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে স্পেনের মতো (ফুটবলে) বিশ্বশক্তির হাড় কাঁপিয়ে দিয়েছে৷ কোচ জেরার্দো মার্টিনো বলেছেন, ‘‘আমরা সেমি-ফাইনালে যেতে পারতাম, সেটাই আমার অনুভূতি৷ আমরা আমাদের সমগ্র হদয় দিয়ে খেলেছি... আমরা স্পেনের সঙ্গে একই পর্যায়ে খেলেছি৷''

আশ্চর্য হল এই যে, মার্টিনো'র কথাটা বস্তুত সত্যি: প্যারাগুয়ের দল, তাদের ব্যক্তিগত ক্ষমতা এবং কৌশলের মাত্রা যাই হোক না কেন, তারা সামনে এগিয়েছে এবং পিছনে ফিরেছে এক ঝাঁক পায়রার মতো৷ তারাও আধুনিক ফুটবলের মূলমন্ত্রটাই বরণ এবং অনুসরণ করেছে: দল হিসেবে জেতো অথবা দল হিসেবে হারো৷ বাকিটা হল তোমার ফুটবল শৈলীর পর্যায় এবং স্রেফ ভাগ্য৷ - স্পেন যে প্যারাগুয়েকে কাবু করতে গিয়ে নাস্তানাবুদ হয়, তার কারণই হল ঐ: দু'দলই বস্তুত একই খেলা খেলছে, কিন্তু তাদের শৈলীর পর্যায়টা আলাদা৷ আর ভাগ্য ছিল স্পেনের দিকে৷ অপরদিকে, ডেভিড ভিয়া যেমন বলেছে, জার্মানি সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হয়ে বিশেষ খুশী হবে না৷ তার কারণ? ঐ এক ফুটবল দর্শন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম