1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কার পেলেন ফেটেল

২০ ডিসেম্বর ২০১০

‘ফর্মুলা ওয়ান’ তারকা সেবাস্টিয়ান ফেটেল ছিনিয়ে নিলেন জার্মানির ‘স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কার৷ রবিবার সন্ধ্যায় বাডেন-বাডেন শহরে তারকাখচিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কারের ঘোষণা করলেন কর্মকর্তারা৷

https://p.dw.com/p/QgS2
সেবাস্টিয়ান ফেটেলছবি: picture-alliance/ dpa

‘ফর্মুলা ওয়ান'এর রেসে ফেটেলই কনিষ্ঠতম বিশ্ব-চ্যাম্পিয়ন৷ শুধু তাই নয়, সাতবারের বিশ্ব-চ্যাম্পিয়ন, জার্মানদের প্রিয় ‘শুমি', অর্থাৎ মিশায়েল শুমাখার'এর পর ফেটেলই ফর্মুলা ওয়ানজয়ী দ্বিতীয় জার্মান যিনি এই ‘স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার' খেতাব পেলেন৷ রবিবার, মোট ৪,২৮৮ ভোট পেয়ে বলতে গেলে খুব কম সময়ে এই পুরস্কার জিতে নেন ‘রেড বুল' দলের এই খেলোয়াড়৷

তবে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে উঠে আসেন টেনিস-তারকা টিমো বোল, এবং তৃতীয় স্থানে নিজের জায়গা করে নেন গল্ফ-প্লেয়ার মার্টিন কেমার৷ অবাক করার বিষয়, বায়ার্ন মিউনিখ'এর মিডফিল্ডার এবং জার্মান ফুটবল দলের অন্যতম খেলোয়াড় বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর নাম উঠে আসে অনেক পরে, সেই ১৯ নম্বরে৷ তবে সুখবর এটাই যে, ২০১০'এর বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অধিকার করা জার্মান দলকে দেওয়া হয় ‘টিম অফ দ্য ইয়ার' পুরস্কারটি৷

অন্যদিকে, এ বছর ‘স্পোর্টসউওম্যান অফ দ্য ইয়ার' পুরস্কার ছিনিয়ে নেন দু-দু'বারের অলিম্পিক স্কি চ্যাম্পিয়ন মারিয়া রিশ৷ রিশ পান মোট ৩,৯৫৭ ভোট৷ যা কিনা দ্বিতীয় স্থানে থাকা মাগডালেনা নয়নার'এর থেকে মাত্র ৩৬ ভোট বেশি৷ ২০০৭'এ কিন্তু ‘স্পোর্টসউওম্যান অফ দ্য ইয়ার' পুরস্কারটি পেয়েছিলেন নয়নার'ই৷

উল্লেখ্য, বছরের সেরা স্পোর্টসম্যান নির্বাচনের অনুষ্ঠানে ভোট দেন প্রায় ১,৫০০ সাংবাদিক৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক