1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বাধীনতা অর্জন হয়েছে, আমাদের মুক্তির সংগ্রামটি চলছে’

১৬ ডিসেম্বর ২০১০

পরাধীনতার গ্লানি থেকে মুক্তির জন্যেই স্বাধীনতার সংগ্রাম৷ বংলাদেশের স্বাধীনতা লাভ ৪০ বছরে পদার্পণ করছে৷ যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, তা কী পূর্ণ হয়েছে?

https://p.dw.com/p/Qcls
বঙ্গবন্ধু স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তির সংগ্রামের কথা বলেছিলেনছবি: Public domain

এই প্রশ্ন করেছিলাম স্বনামধন্য কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে৷ তিনি বলেছেন, ‘‘আজকে বিজয় দিবস, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জানাই, সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা৷ স্বাধীন দেশের ৪০ বছর সূচিত হলো৷ প্রত্যাশার জায়গা তো অনেক, বিশাল৷ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণে বলেছিলেন দুটো শব্দ৷ স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তির সংগ্রাম৷ স্বাধীনতা অর্জন হয়েছে, আমাদের মুক্তির সংগ্রামটি চলছে৷''

সেলিনা হোসেন বলেন, ‘‘তবে প্রত্যাশা যে পূরণ হয়নি তা নয়৷ একটা সংসদীয় নির্ভর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশে চলছে৷ অর্থনৈতিক দিক থেকে আমরা বেশ অনেকখানি এগিয়েছি৷ এটা নিঃসন্দেহে ভাল বলতে হবে৷ আমরা নারী শিক্ষার দিক থেকে এগিয়েছি৷ নারীর অবস্থানগত দিক থেকে এগিয়েছি৷ পাশাপাশি আমাদের অনেক ব্যর্থতাও আছে৷ আমাদের দুর্নীতি আছে, সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি৷ আমাদের শিশু শ্রম আছে৷ আমাদের জনজীবনে নানা ধরণের দুর্ভোগ আছে৷ তারপরেও বলবো আমরা একটি স্বাধীন রাষ্ট্র আমরা ঐতিহ্যের অধিকারী, গৌরবের অধিকারী৷ আমরা স্বাধীনতা এবং গৌরবের অধিকার নিয়ে এগিয়ে তো যাবোই৷''

এই কথা সাহিত্যিক বলেন, স্বাধীনতার এতোবছর পরেও জনগণের প্রত্যাশা যে সবটুকু পূরণ হয়নি, তারজন্য যে সরকারই যে দলই ক্ষমতায় আসুন না কেন,তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই পরিচালনা যেন অনেক শক্তিশালী হয়, সেই ভূমিকা যেন অনেক কার্যকরী হয়, সেই দিক থেকে আমাদের প্রত্যাশা রয়ে যায় নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে৷ আমরা আশা করবো আগামী দিনে আরো গভীরভাবে এই বিষয়টি তলিয়ে দেখবে এই দেশের মানুষ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক