‘স্বার্থ যেদিকে, সব ছোটে সেদিকে' | পাঠক ভাবনা | DW | 26.10.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘স্বার্থ যেদিকে, সব ছোটে সেদিকে'

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে শিল্পে সুবিধা পাওয়া যাবে ভেবে অনেকে রামপালের আশপাশে শিল্প কারাখানা স্থাপনের জন্য প্লট কিনেছে৷ এ সম্পর্কে আমাদের ফেসবুক পাতায় এক পাঠক লিখেছেন, ‘‘স্বার্থ যেদিকে, সব ছোটে সেদিকে৷''

‘‘রামপালের আশপাশে শিল্প কারাখানা স্থাপনের জন্য প্লট কেনার খবরটা যদি সত্যি হয় তাহলে সরকারের উচিত সবগুলো শিল্প গোষ্ঠী জরিমানা করে কঠিন সাজা দেওয়া৷'' সরকারের কাছে এই পরামর্শ ডয়চে ভেলের পাঠক জাহিন ইসলামের৷

‘‘বাংলাদেশ আমার ‘মা' আর মায়ের জন্য কতটা ত্যাগ করতে পারি তা আবার প্রমাণ করবো৷ জীবন থাকতে রামপাল বিদ্যুৎকেন্দ্র হতে দেবোনা৷ আমরা আছি, দেখি রামপালে কীভাবে বিদ্যুৎকেন্দ্র হয়৷ '' রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে পাঠক সাব্বির খান এভাবেই তাঁর প্রতিবাদী মনোভাব প্রকাশ করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

অনেক মানুষ যে নিজের স্বার্থটাকেই বড় করে দেখে সেটা তুলে ধরতে গিয়ে জিয়াউর রহমান লিখেছেন ,‘‘ সুন্দরবন , দেশপ্রেম , উন্নয়ন , মানবতার থেকে ‘স্বার্থ' বড়৷ ‘স্বার্থ যেদিকে সব ছোটে সেদিকে৷'

আর খানিকটা ব্যঙ্গ করে ইফতেখার মাসুম লিখেছেন , ‘‘সুন্দরবন জাহান্নামে যাক, আমার টাকা সুইস ব্যাংকে থাক৷''

অন্যদিকে মো.সেলিম মনে হয় দেশের পরিস্থিতি নিয়ে বিরক্তি থেকেই লিখেছেন, ‘‘দেশের বারোটা বাজুক তাতে আমার কী! আমার লাভের দরকার,আমার ক্ষমতার দরকার৷''

আর কমল দে রামপাল বিদ্যুৎকেন্দ্রের পুরো ব্যাপারটা নিয়েই শঙ্কিত৷ তিনি লিখেছেন, ‘‘বিষয়টি মহা ভয়ঙ্কর, বন্ধ করা হোক সবকিছু৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

নির্বাচিত প্রতিবেদন