1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ

সমীর কুমার দে, ঢাকা২১ ডিসেম্বর ২০১৫

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের কিছুটা অগ্রগতি হলেও, তালিকায় হেরফের হয়নি৷ এরপরও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘‘আমরা যতটা উন্নতি করেছি, ততটা স্বীকৃতি আজও মেলেনি৷ তবে বসে থাকলে চলবে না, কাজ করে যেতে হবে৷''

https://p.dw.com/p/1HRBo
Bangladesch Dhaka Bettler
ছবি: Farjana K. Godhuly/AFP/Getty Images

[No title]

বিশ্বের ১৮৭টি দেশের সর্বশেষ তথ্য নিয়ে এ বছরের মানব উন্নয়ন সূচকের তালিকাটি করেছে ইউএনডিপি৷ রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে ইউএনডিপি-র এই প্রতিবেদন উপস্থাপন করা হয়৷ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ রয়েছে ১৪২তম অবস্থানে৷ ২০১৩ সালেও বাংলাদেশ ১৪২তম অবস্থানে ছিল৷ অর্থাৎ আগের অবস্থানেই আছে বাংলাদেশ৷

২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে সূচকের পরিবর্তন হলেও, গড়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি৷ ৫ বছরের গড় হিসেবে পাশ্ববর্তীদেশ ভারত এগিয়েছে ৬ ধাপ (১৩০তম), শ্রীলংকা ৫ ধাপ (৭৩তম), মিয়ানমার ১ ধাপ (১৪৮তম), নেপাল ৩ ধাপ (১৪৫তম), পাকিস্তান অপরিবর্তীত (১৪৭তম), ভিয়েতনাম ১ ধাপ (১১৬তম), ইন্দোনেশিয়া ৩ ধাপ (১১০তম) এবং চান ১৩ ধাপ (৯০তম)৷ এবারের প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়, ‘মানব উন্নয়নের জন্য কর্ম'৷ যার অর্থ, প্রতিবেদনে কর্মসংস্থানের উপর গুরুত্ব দেয়া হয়েছে৷

রবিবারের ঐ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘মাথাপিছু আয় বাদে অনেক সূচকে ভারতের থেকেও বাংলাদেশ ভালো করেছে৷''

অমর্ত্য সেনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘‘মানব উন্নয়ন সূচকে অমর্ত্য সেন আয় বৃদ্ধি এবং সামাজিক খাতে ব্যয়ের কথা বলেছেন৷ কিন্তু বাংলাদেশ আরো একটি দিকের মাধ্যমে উন্নতি করেছে৷ আর সেটা হলো স্বল্প ব্যয়ের প্রযুক্তির ব্যবহার৷'' উদাহরণ দিয়ে তিনি বলেন, স্বল্প ব্যয়ে খাবার স্যালাইন ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরিতে বাংলাদেশ অসাধারণ সফল৷ স্বল্প ব্যয়ের প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে, তা উন্নয়নশীল দেশেগুলোর জন্য রোল মডেল হতে পারে বলে মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, ‘‘নব্বইয়ের দশক থেকে আমরা ভালো করছি৷ কিন্তু এর মধ্যে আরো অনেকেই উন্নতি করেছে৷ ফলে আমাদের উন্নতিটা ওভাবে নজরে আসছে না৷''

তাঁর কথায়, ‘‘প্রতিবেদন অনুযায়ী আমরা মধ্যম সারিতে রয়েছি৷ শুধু তাই নয়, ইতিমধ্যে আমরা মধ্য আয়ের দেশেও উন্নীত হয়েছি৷ এভাবে কাজ করে যেতে পারলে সামনে অনেক এগোনোর সুযোগ রয়েছে আমাদের৷ তাই এখনই কেন উন্নতি হলো না – এ সব ভেবে হতাশ হয়ে পড়লে আমাদেরই ক্ষতি৷''

Flash-Galerie Weltwasserwoche 2011 Bangladesch Wasserwagen in Dhaka
আজও বিশ্বে ৬৬ কোটি মানুষের খাবার পানির উৎস অনুন্নত...ছবি: AP

প্রতিবেদন অনুযায়ী, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অর্জন শূন্য দশমিক ৫৭০ পয়েন্ট৷ এক বছর আগে এই অর্জন ছিল শূন্য দশমিক ৫৬৭ পয়েন্ট৷ তালিকার শীর্ষে থাকা নরওয়ের রয়েছে শূন্য দশমিক ৯৪৪ পয়েন্ট৷ প্রসঙ্গত, যে দেশ ১ পয়েন্টের যত কাছাকাছি অর্জন করবে, সে দেশের মানব উন্নয়ন পরিস্থিতি তত উন্নত৷ প্রতিবেদনটি উপস্থাপন করার সময় ইউএনডিপি-র মানব উন্নয়ন প্রতিবেদন অফিসের পরিচালক সেলিম জাহান জানান, বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতির উন্নতি হচ্ছে, সূচকও বাড়ছে৷ তবে এটিও ঠিক যে, এখনও অসমতা রয়েছে, রয়েছে বঞ্চনা৷

সেলিম জাহান বলেন, সরা বিশ্বে ৭৯ কোটি ৫০ লাখ মানুষ এখনও ক্ষুধাপিড়িত৷ প্রতি ৫ মিনিটে পাঁচ বছরের কম বয়সি ১১টি শিশুর মৃত্যু হচ্ছে৷ প্রতি ঘণটায় ৩৩ জন প্রসূতি মা মারা যাচ্ছেন৷ প্রায় ৩ কোটি ৭০ লাখ মানুষ এইচআইভি-তে আক্রান্ত৷ এর বাইরে ১ কোটি ১০ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত৷ ৬৬ কোটি মানুষের খাবার পানির উৎস অনুন্নত৷ ২৪০ কোটি মানুষ অনুন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ব্যবহার করছেন৷ আর খোলা জায়গায় মলত্যাগ করছেন আজও প্রায় ১০০ কোটি মানুষ৷

বন্ধুরা, গত কয়েক বছরে আপনার জীবনযাপনে কি কিছু উন্নতি লক্ষ্য করছেন? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান