‘সড়ক দুর্ঘটনা রোধ করতে প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত চালক' | পাঠক ভাবনা | DW | 09.04.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সড়ক দুর্ঘটনা রোধ করতে প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত চালক'

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গতরাতে ২৫ যাত্রী নিহত হয়েছেন৷ সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কী কী করা উচিত? এর উত্তরে ফেসবুকে নানাজন নানা পরামর্শ দিয়েছেন৷

ডয়চে ভেলের ফেসবুকে এই প্রশ্নের উত্তরে আরিফুজ্জামান পিকলু বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন৷ যেমন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার নেওয়া দরকার, হাইওয়েতে যে সকল স্থানে ট্রাফিক পুলিশ নাই, সেখানে ট্রাফিক এর ব্যবস্থা করা, ঘুসখোর পুলিশের উপর করা নজর রাখা, রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ইত্যাদি৷

ফেসবুক বন্ধু মাহতাবের বন্ধু রেজাউল মারা গেছেন এই দুর্ঘটনায়৷ মাহতাব সবার দোয়াপ্রার্থী৷

পাঠক জিল্লুর রহমান দেশের মহাসড়কগুলো চার লেন করার পরামর্শ দিয়েছেন৷

গোলাম ফারুক নিহতদের স্বজনদের সমবেদনা জানিয়েছেন৷

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৫ যাত্রী নিহত হয়েছেন৷ বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কী কী পদক্ষেপ নেয়া উচিত বলে আপনি মনে করেন?

এর উত্তরে তাছাড়া রাস্তা বড় করা, রাস্তায় সিসিটিভি বসানোর উপদেশ দিয়েছেন সায়মা, যাতে সকল ড্রাইভার গাড়ি চালানোর সময় সতর্ক থাকে৷ সায়মা সরকারকে এসব ব্যাপারে এগিয়ে আসার অনুরোধ করেছেন৷ তিনি আরো লিখেছেন যে ‘‘সরকারকে এই সড়ক দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে৷''

লাল মিঞা, সাইফুল ইসলামসহ অনেকেই নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন৷

পাঠক মহসিনের মতে সড়ক দুর্ঘটনা রোধ করতে রিকন্ডিশনড গাড়ি ইমপোর্ট করা বন্ধ করতে হবে৷ এবং রাস্তা তৈরির কাজে যারা সম্পৃক্ত, তাদের দুর্নীতি বন্ধ করতে হবে৷ তিনি আরো মনে করেন, প্রতিটি শহরের যানজট এলাকাগুলোতে রিক্সা চলা বন্ধ করা ছাড়াও গাড়ির চালককে হতে হবে দক্ষ৷

মোল্লা রাসেল, মো.হুরায়রা, রাহুল রানা, সুমন আহমেদ সহ অনেকেই এই দুর্ঘনায় দুঃখ প্রকাশ করেছেন৷

মো.সাইফুল ইসলাম মনে করেন এসব দুর্ঘটনা গাড়ি চালকের কারণেই ঘটে থাকে তাই তার পরামর্শ, ‘‘লাইসেন্স দেওয়ার সময় অর্থ লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে৷''

মো.রাহুল মির্জা সড়ক দুর্ঘটনার জন্য সরকারকেই দায়ী করেছেন৷ তাঁর ভাষায়, সরকার কী পদক্ষেপ নিবে? তাদের ছেলেরা তো আর এই এসব গাড়িতে চলাফেরা করেনা৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন