1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হকি বিশ্বকাপ: ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াও সেমিফাইনালে

৯ মার্চ ২০১০

সোমবার পাকিস্তানকে ২-১ গোলে হারাতে টুর্নামেন্ট ফেবারিট অস্ট্রেলিয়াকে বেগ পেতে হয়েছে৷ কিন্তু শেষমেষ গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে যোগ দিল অস্ট্রেলিয়া৷

https://p.dw.com/p/MNb8
নতুনদিল্লীর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের একটি দৃশ্যছবি: UNI

পাকিস্তানের সোহেল আব্বাস পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হিসেবে খ্যাত৷ ২৪ মিনিটে তাঁরই করা গোলে পাকিস্তান এগিয়ে যায়৷ কিন্তু দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার ডেসমন্ড এ্যাবট দু'টি গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেন৷

চলতি ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে স্পেনের কাছে হারে ২-০ গোলে৷ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, উভয় দলই লীগ পর্যায় শেষ করে ১২ পয়েন্ট নিয়ে, কিন্তু অস্ট্রেলীয়রা উন্নততর গোলের ব্যবধানে গ্রুপের প্রথম স্থানটি অধিকার করে৷ স্পেন ন'পয়েন্ট নিয়ে হয় গ্রুপের তৃতীয়৷ ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি রোমাঞ্চকর ৩-৩ ড্র করার পর চতুর্থ স্থান নেয়৷ যদিও উভয় দেশের পয়েন্টের ট্যালি হল চার, ভারতের উন্নততর গোল ব্যবধানের ফলে দক্ষিণ আফ্রিকা হয় পঞ্চম, ষষ্ঠ স্থানটি পাকিস্তানের৷

গ্রুপ ‘এ' থেকে সেমিফাইনালের অন্য দু'টি দল নির্ধারিত হবে মঙ্গলবার৷ প্রতিযোগিতায় আছে - নেদারল্যান্ডস, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ড৷

ভারত এই বিশ্বকাপে বিশেষ ভালো ফলাফল না করতে পারা সত্ত্বেও ভারতীয় খেলোয়াড়দের বিশ্বের সবচেয়ে দক্ষ প্লেয়ারদের মধ্যে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তী-প্রতিম হকি খেলোয়াড় হর্গে লোম্বি৷ বলেছেন, ভারতীয় দলের শুধু আরো ভালো প্ল্যানিং এবং সংগঠন চাই৷ ভারতের কোচ হোসে ব্রাসা সম্পর্কেও লোম্বি'র উচ্চ মনোভাব, কেননা তিনি মাদ্রিদে ব্রাসার তত্ত্বাবধানে খেলেছেন৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই