1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২২ পুলিশ গ্রেপ্তার মেক্সিকোয়

৩০ সেপ্টেম্বর ২০১৪

শিক্ষা প্রতিষ্ঠানে স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ জানাতে গিয়ে মেক্সিকোয় ৫৮ জন শিক্ষার্থী এখন নিখোঁজ৷ নির্বিচারে গুলি চালানোয় নিহত হয়েছেন ছয়জন৷ গুলি চালানোর অভিযোগে ২২ জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/1DN6f
ছবি: Yuri Cortez/AFP/Getty Images

শুক্রবার বিক্ষোভে উন্মাতাল হয়ে উঠেছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর ছোট্ট শহর ইগুয়ালা৷ সহিংসতা এবং অবাধ মাদক ব্যবসার জন্য পরিচিত গুয়েরেরোর অর্থনীতি খুব দুর্বল৷ দেশের দরিদ্রতম রাজ্য এটি৷ শনিবার সেই রাজ্যের ইগুয়ালা শহরের একটি টিচার্স কলেজের স্থানীয় শিক্ষার্থীরা শহুরেদের প্রতি কলেজ কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের অভিযোগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে৷

এক পর্যায়ে তিনটি বাস আটকে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ জানাতে শুরু করলে অজ্ঞাত অস্ত্রধারী এবং স্থানীয় পুলিশ সদস্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়৷ তারপর থেকে ৫৮ জন শিক্ষার্থী নিখোঁজ৷ গুলিবিদ্ধদের মধ্যে তিন শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে এক কিশোর, এক নারী এবং এক তরুণ বাসচালকও রয়েছে৷

বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগে স্থানীয় পুলিশের ২৮২ জন সদস্যকে আটক করা হয়েছিল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ২২ জনকে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেয়া হয়৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা তিনটি বাস আটক করার পর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষ তীব্রতর হলে পুলিশ এবং অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি চালায়৷ এ সময় হাইওয়েতে দুটি ট্যাক্সি এবং একটি বাসের ওপরও গুলি চালানো হয়৷ স্থানীয় একটি ক্লাবের ফুটবলারদের নিয়ে শহরের বাইরে যাচ্ছিল বাসটি৷ নিহত কিশোর সেই ক্লাবেরই ফুটবলার৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য