1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হরতাল করলে বিশ্বকাপ ক্রিকেটের ক্ষতি হবে’: এরশাদ

৫ ফেব্রুয়ারি ২০১১

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আগে সোমবার হরতাল পালন করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে দাবি করেছেন এরশাদ৷ হরতালের সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই, বলছে বিএনপি৷

https://p.dw.com/p/10BIE
এরশাদ, বিএনপি, ক্রিকেট, বাংলাদেশ, ঢাকা, আড়িয়ল বিল, বিমানবন্দর, আওয়ামী লীগ
ক্রিকেটের ক্ষতি হবে হরতাল করলে বলছেন এরশাদছবি: DW

আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ইস্যুতে আবারও নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ৷ বিমানবন্দর নির্মাণ বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আগামী সোমবার বিএনপির ডাকা হরতালকে এরশাদ ‘অযৌক্তিক' বলে আখ্যায়িত করেছেন৷

শনিবার সকালে বনানীর একটি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এরশাদ বলেন, বিশ্বকাপ ক্রিকেট আসন্ন৷ এর আগে সোমবার হরতাল পালন করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে৷ এ বিষয়টি মাথায় রেখে বিএনপিকে হরতাল প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি৷

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও একই কারণ উল্লেখ করে  বিরোধী দলকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান৷

এদিকে, আগামী সোমবারের হরতালের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের কোন সম্পর্ক নেই দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান উল্টো ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় হরতাল ডাকার জন্য বর্তমান ক্ষমতাসীন দলের সমালোচনা করেছেন৷

 হরতালের সমর্থনে নয়াপল্টনে লিফলেট বিলির সময় শনিবার তিনি সাংবাদিকদের বলেছেন, আমাদের প্রতিপক্ষ বলছে, হরতাল ডেকে আমরা বিশ্বকাপ ক্রিকেট বানচাল করার চেষ্টা করছি৷ এটা ঠিক নয়৷ আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে সংঘর্ষের ঘটনায় খালেদা জিয়াসহ অন্যদের মামলা প্রত্যাহার, আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা:  সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়