1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল

২৫ জুন ২০১০

বাংলাদেশের বিরোধী দল বিএনপি রোববারে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে৷ হরতালের সমর্থনে শুক্রবার তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে৷

https://p.dw.com/p/O3ZM
Khaleda Zia
হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বেগম জিয়া (ফাইল চিত্র)ছবি: Harun Ur Rashid Swapan

সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশকে বাঁচাতেই এই হরতাল৷ শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়ে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে৷

বিএনপির যুগ্ম মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর আগেই বলেছেন, হরতালে বাধা দিলে রাজপথে লড়াই হবে৷ জবাবে শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে৷ এধরনের অপতৎপরতা রোধে ব্যবহার করা হবে প্রশাসনিক শক্তি৷ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে হরতালে আওয়ামী লীগের সঙ্গে যে আচরণ করেছে, তাদের সঙ্গেও এবার একই আচরণ করা হবে৷

ঢাকা মহানগর পুলিশ রোববারের হরতালে রাজধানীর প্রধান সড়কে মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ পুলিশ কমিশনার শহীদুল হক বলেছেন, হরতালকে সামনে রেখে কিছু লোক নাশকতা সৃষ্টির জন্য সক্রিয় রয়েছে৷ তাদের গ্রেফতারের জন্য নির্দেশ দেয়া হয়েছে৷ হরতালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন