1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল সফল করতে নেতা কর্মীদের প্রতি খালেদার নির্দেশ

২৫ জুন ২০১০

বিএনপি’র হরতাল প্রস্তুতি, মায়ের পরকীয়ার কারণে রাজধানীতে পাঁচ বছরের শিশু খুন, ঢাকার রাস্তায় পুরনো গাড়ীর বিরুদ্ধে অভিযান, বিশ্বকাপ এসবই হলো শুক্রবারের ঢাকার গণমাধ্যমগুলোর প্রধান প্রধান শিরোনাম৷

https://p.dw.com/p/O2ef
অনেক সময়ই হরতালে এমন দৃশ্য দেখা যায়ছবি: AP

মায়ের পরকীয়ার বলি শিশু সামিউল

প্রায় সব পত্রিকার প্রথম পাতাতে বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে খবরটি৷ বিডিনিউজ২৪ ডট কম'এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, মা আয়শা হুমায়রার পরকীয়ার কারণেই সাড়ে পাঁচ বছরের শিশু সামিউল আজিমকে খুন করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে৷ এজন্য পুলিশ আয়শার প্রেমিক আরিফকে খুঁজছে বলেও জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যমটি৷ এদিকে প্রথম আলো বলছে, পথের কাটা সরিয়ে দিতে মা আয়শা নিজেই সাহায্য করেছে তাঁর শিশু সন্তানকে খুন করতে৷ পুলিশ আয়শাকে গ্রেপ্তার করেছে৷ সামিউলদের বাসা রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং-এর ৮ নম্বর সড়কে বলে জানিয়েছে প্রথম আলো৷

বিএনপি'র হরতাল

হরতাল সফল করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন৷ এই খবরটি সব পত্রিকাতেই এসেছে৷ তবে প্রথম আলো এই খবরের সঙ্গে হরতাল নিয়ে সরকার আর ব্যবসায়ীদের চিন্তাভাবনা যোগ করে তাদের শীর্ষ খবরটি তৈরি করেছে৷ প্রথম আলো বলছে, ক্ষমতায় থাকতে হরতালের বিরুদ্ধে জোরালো অবস্থান নিলেও এখন বিএনপি হরতালের পক্ষে প্রচারণা চালাচ্ছে৷ এদিকে সরকার বলেছে, হরতালের নামে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ আর ব্যবসায়ী নেতারা হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি পরিহার করে অন্য রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান

রাজধানী ঢাকায় চলাচলকারী পুরনো গাড়ি উচ্ছেদ করতে আগামী ১৫ জুলাই থেকে বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে৷ রিয়াজ, আপনি জানেন যে, সরকার গত ২৭ এপ্রিল থেকে ঢাকার রাস্তায় ২০ বছরের পুরনো গাড়ি ও ২৫ বছরের পুরনো পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ করেছিল৷ যারা এই নির্দেশ অমান্য করছে তাদের ধরতেই এই অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সব পত্রিকায় সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে সংবাদ ছাপা হয়েছে৷ তবে দৈনিক সমকাল এই বিষয়টি নিয়ে কথা বলেছে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন-এর সঙ্গে৷ বিশেষ করে আটক করা গাড়ি কীভাবে আবার অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তায় ফিরে আসে সে ব্যাপারে মন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী তা অস্বীকার করেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম