1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল স্থগিত করল ওলামা মাশায়েখ পরিষদ

২৫ ডিসেম্বর ২০১০

দ্রব্যমূল্য বৃদ্ধি, সালাহউদ্দীন কাদের চৌধুরীর সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ, ড. ইউনূসের পদত্যাগ নিয়ে অর্থমন্ত্রীর চিঠিকেন্দ্রিক বিতর্ক, খিলক্ষেতে অগ্নিকাণ্ডের খবরগুলো বেশি গুরুত্ব পেয়েছে আজকের পত্র-পত্রিকায়৷

https://p.dw.com/p/zpQ2
চীন সফর শেষে দেশে ফিরলেন খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

শিক্ষানীতি সংশোধনের দাবিতে রবিবার হরতাল কর্মসূচি দিয়েছিল সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ৷ তবে শেষ পর্যন্ত তা স্থগিত করেছে তারা৷ আজকের অধিকাংশ পত্রিকা রবিবারের হরতাল কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি এবং সমূহ সহিংসতা ও নাশকতার আশঙ্কা সম্বলিত সংবাদ প্রকাশ করেছে৷ তবে দৈনিক প্রথম আলো জানিয়েছে এই হরতাল স্থগিত হওয়ার খবর৷ এতে বলা হচ্ছে, শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে বৈঠকে পরিষদের নেতারা এই সিদ্ধান্ত নেন৷ আজ শনিবার সংবাদ সম্মেলন করে পরিষদ আনুষ্ঠানিকভাবে হরতাল স্থগিতের কথা জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে৷ এছাড়া ওলামা মাশায়েখ পরিষদের অন্যতম শীর্ষনেতা ও আইম্মাহ্ পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে, তাঁরা রবিবারের হরতাল কর্মসূচি স্থগিত করছেন৷

কয়েলের গোডাউনে অগ্নিকাণ্ডে ৫ শ্রমিকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে শুক্রবার রাতে একটি মশার কেমিক্যাল কয়েলের গোডাউনে অগ্নিকাণ্ডে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আজকের প্রায় সব পত্রিকার প্রধান খবর হয়েছে এটি৷ তবে খিলক্ষেতের কনকর্ড লেকসিটির কাছে গুড নাইট কয়েলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে পত্রিকাগুলোর মধ্যে৷ অধিকাংশ পত্রিকা মৃতের সংখ্যা পাঁচ বললেও দৈনিক আমারদেশ দমকল বাহিনীর পৃথক সূত্রের বরাত দিয়ে মৃতের সংখ্যা ছয় বলে জানিয়েছে৷ খবরে আরো বলা হয়, অগ্নিকাণ্ডে আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক৷ দমকলের ৪ টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷

চীন সফর শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া

পাঁচ দিনের চীন সফর শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া৷ দৈনিক ইত্তেফাক, নিউ এইজ, ডেইলি স্টার, আমারদেশ, সমকালসহ প্রায় সবপত্রিকা পরিবেশন করেছে বেগম জিয়ার দেশে ফেরার খবর৷ তবে বেশ কিছু পত্রিকায় তুলে ধরা হয়েছে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়া সাংসদ এবং দলের শীর্ষ নেতাদের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ৷ এছাড়া খবরে বলা হয়েছে, চীন থেকে ব্যাংকক হয়ে থাই এয়ারওয়েজের একটি বিমানে দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি৷ টার্মিনালের বাইরে তাঁকে সংবর্ধনা জানান বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷


গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম