1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের সবচেয়ে বাজে ছবি ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার’

২৭ ফেব্রুয়ারি ২০১১

হলিউডের সেরা পারফরমেন্সের জন্য প্রতি বছর দেওয়া হয় অস্কার পুরস্কার৷ কিন্তু তাই বলে যারা বাজে অভিনয় করেন তারা বাদ যাবেন কেন? তাদের জন্য রয়েছে হলিউডের রাজ্জি অ্যাওয়ার্ড৷ অস্কারের একদিন আগে সেই অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হল৷

https://p.dw.com/p/10QEe
রাজ্জি অ্যাওয়ার্ডছবি: AP Graphics

তবে রাজ্জি অ্যাওয়ার্ড প্রাপ্ত নায়ক নায়িকারা পুরস্কার নিতে অনুষ্ঠানস্থলে গিয়েছিলেন কিনা সেটি অবশ্য জানা যায়নি৷ যুক্তরাষ্ট্র সহ ১৮টি দেশের ৬৫৭ জন চলচ্চিত্র সমালোচকদের ভোটে নির্বাচিত হয়েছেন বছরের সবচেয়ে বাজে অভিনেতা, অভিনেত্রীরা৷ তবে সকলকে ছাড়িয়ে সবচেয়ে বাজে ছবি হিসেবে নির্বাচিত হয়েছে অ্যাকশন ছবি ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার'৷ বছরের অন্যতম আরেক ফ্লপ ছবি ‘দ্য ভ্যালেন্টাইন্স ডে'-র অভিনেতা অ্যাশটন কুচার হয়েছেন সবচেয়ে বাজে অভিনেতা, আর ছবির আরেক তারকা জেসিকা অ্যালবা হয়েছেন সবেচেয়ে বাজে সহ-অভিনেত্রী৷

এদিকে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি' ছবির চার নায়িকাই পেয়েছেন এই বছরের সবচেয়ে ফ্লপ অভিনেত্রীর পুরস্কার৷ ছবিটিতে অভিনয় করছেন স্যারাহ জেসিকা পার্কার, কিম ক্যাট্রাল, কার্স্টেন ডেভিস এবং সিনথিয়া নিক্সন৷ তাদের চারজনের অভিনয় বিদায়ী বছরে দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছে, ফলে এবারের রাজ্জি অ্যাওয়ার্ড জুটলো তাদের কপালে৷

এদিকে সবচেয়ে ফ্লপ ছবি ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার' কেবল ছবি হিসেবেই ধরা খায়নি, সঙ্গে রয়েছে তার পরিচালক নাইট শ্যামালানও৷ রাজ্জি অ্যাওয়ার্ডের মোট পাঁচটি বিভাগে এবার সকলের আগে দ্য লাস্ট এয়ারবেন্ডারের নাম৷ অথচ ছবিটি কিন্তু বক্স অফিসে একেবারে মার খায়নি, কারণ গত বছর তারা প্রায় ৩২০ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমা হলগুলো থেকে৷ কিন্তু সমালোচকদের দৃষ্টিতে এটি হলিউডের ছবির কোন জাতের মধ্যেই পড়েনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক