1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড, বলিউড থেকে এবার টলিউড

২৭ মে ২০১১

কোলকাতার বাংলা ছবি তাদের জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে৷ সেই কবে সবার দৃষ্টি কেড়েছিল পথের পাঁচালি আর অশনি সঙ্কেত’এর মত ছবি–এরপর অনেকদিন কোন ভাল ছবি আন্তর্জাতিক অঙ্গনে তেমন সাড়া ফেলতে পারেনি৷

https://p.dw.com/p/11PDa
সবার দৃষ্টি কেড়েছিল পথের পাঁচালি’র মতো সত্যজিৎ রায়ের বেশ কিছু ছবিছবি: AP

তবে সময় পাল্টেছে৷ পল্টেছে রুচি৷ কোলকাতার বেশ কিছু ছবি পুরস্কার জিততে প্রতিযোগিতায় যাচ্ছে চীন, ইটালি, আবুধাবি, ব্রিটেন এবং অ্যামেরিকায়৷ আর সবচেয়ে বড় কথা হল সবগুলো ছবিই বাংলা ভাষায় তৈরি৷

কিছু ছবির নাম করা যাক৷ ‘মেমোরিজ ইন মার্চ', ‘অটোগ্রাফ' এবং ‘ইতি মৃণালিনী' – ছবিগুলো আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন নয় রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে৷ আর এসবই সম্ভব হয়েছে প্রডাকশন হাউজ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'এর কল্যাণে৷

‘অটোগ্রাফ' ছবিটি শ্রীজিত মুখার্জির তৈরি৷ ছবিটি গ্লাসগো ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়িয়ে, মিআক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিউ ইয়র্ক এবং দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পর্যন্ত পৌঁছেছে৷ শ্রীজিত মুখার্জি জানিয়েছেন, বাংলা ছবি নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে৷ তবে এক্ষেত্রে সবার সহযোগিতা এবং কঠিন পরিশ্রম রয়েছে৷

Indien Bollywood Schauspielerin Raima Sen
চোখের বালি‘র নায়িকা রাইমা সেনছবি: AP

বলা প্রয়োজন, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'এর আগের প্রযোজিত ছবি ‘চোখের বালি' এবং ‘রেইনকোট' লোকার্নো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং কার্লোভি ভ্যারি চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছিল৷

পরিচালক সঞ্জয় নাগের জাতীয় পুরস্কার পাওয়া ছবি ‘মেমোরিজ ইন মার্চ' কোরিয়ার পুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে৷ এছাড়া আগামী মাসে নিউ ইয়র্কের গোল্ড কোস্ট চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হবে৷ এই ছবিটি ২০১০ সালে নিউ ইয়র্কে মিয়াক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কারে ভূষিত হয়েছে৷

‘ইতি মৃণালিনী' ছবিটি পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে৷ এগিয়ে যাচ্ছে বাংলা ছবি, বাংলা ভাষা৷

ভালো আরো কিছু ছবি বাংলা ছবির তালিকায় রয়েছে ঋতুপর্ণ ঘোষের ‘চিত্রাঙ্গদা', সন্দীপ রায়ের ‘রয়েল বেঙ্গল রহস্য' এবং শ্রীজিত মুখার্জির ‘বাইশে শ্রাবণ'৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অব্দুল্লাহ আল-ফারূক