1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলোকস্টে নিহত ৬০ লক্ষ মানুষের স্মরণের দিন আজ

২৭ জানুয়ারি ২০১১

নাৎসি আমলের ইহুদি নিধনযজ্ঞ বা হলোকস্ট-এর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় পার হয়ে গেছে৷ কিন্তু ভয়াবহ সেই ঘটনার কালো ছায়া আজও জীবন্ত৷ আজ হলোকস্টের ৬৬ তম বার্ষিকী৷

https://p.dw.com/p/105mF
Holocaust memorial in Berlin
ইহুদি নিধনযজ্ঞের হাত থেকে জীবিত ফিরে আসা এক ব্যাক্তিছবি: AP

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৩ সালে জার্মানির কয়েকটি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পসহ পোল্যান্ডের আউশভিৎস এবং বির্কেনাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল নাৎসিরা৷ নিহত সেইসব ইহুদির প্রতি শ্রদ্ধা জানাতে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ বৃহস্পতিবার সকালেই গেছেন পোল্যান্ডে৷ ২৭ জানুয়ারিকে আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ৷

Kinder in Auschwitz Flash-Galerie Nazi Verbrecher
আউশভিৎস’এর কুখ্যাত নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প’এর ছবিছবি: AP

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতিবিদ্বেষ বা ইহুদিবিদ্বেষের বশবর্তী হয়ে নাৎসি জার্মানি লাখ লাখ মানুষকে হত্যা করেছিল এই হলোকস্টের মারণযজ্ঞে৷ ভবিষ্যতে যাতে আর কখনো বিশ্বের কোথাও সেই নারকীয় মারণযজ্ঞের পুনরাবৃত্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে এই ২৭ জানুয়ারি দিনটিকে হলোকস্টের শিকার লাখ লাখ মানুষকে স্মরণ করে থাকে বিশ্ব৷

হলোকস্টের ভয়াবহতা নতুন প্রজন্মকে বোঝাতে নানা বিভিন্ন সংগ্রহশালা তৈরি করা হয়েছে৷ এ বছরেও হলোকস্ট স্মরণ দিবসে একটি স্মরণশালা এবং একটি শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে৷ সেই সময়ে নাৎসিদের হাতে রোমা সম্প্রদায় নির্যতিত হলেও, এই প্রথমবারের মতো তারা হলোকস্ট স্মরণ দিবসের অতিথি হবার সম্মান অর্জন করেছে৷ এছাড়া ইসরায়েলের জাতীয় হলোকস্ট জাদুঘরে বুধবারে সার্চ ইঞ্জিন গুগল এক বিশাল আর্কাইভ প্রকল্প উদ্বোধন করে৷ এর লক্ষ্য হচ্ছে, নাৎসি যুগের সব নথিপত্র এবং ছবি যেন সাধারণ মানুষ সহজেই দেখতে পায়৷ বলা হয়ে থাকে ঐ ইহুদি নিধনযজ্ঞের শিকার হয়েছিলেন প্রায় ৬০ লাখ ইহুদি৷

Holocaust memorial in Berlin
বার্লিনের হলোকস্ট মেমোরিয়ালছবি: AP

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়