1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হল্যান্ডের বিশ্বকাপ খরা কাটবে এবার!

৩ জুন ২০১০

টিউলিপের দেশ হল্যান্ড৷ তবে টোটাল ফুটবলের কথা এলেই মনে পড়ে ইয়োহান ক্রুইফ, রুড গুলিত আর মার্কো ফন বাস্তেনের নাম৷ বিশ্ব ফুটবলে তাঁরা বেশ নামকরা খেলোয়াড় হলেও সবারই একটি ব্যর্থতা রয়েছে৷

https://p.dw.com/p/NglM
ছবি: dpa

আর সেটা হলো তাঁরা কেউই হল্যান্ডকে কখনো বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেননি৷ এবার কী কাটবে সেই খরা ? অনেকের ধারণা, বেশ ভাল দল এবার হল্যান্ডের৷ কারণ তাদের রয়েছে বায়ার্ন মিউনিখের আরিয়েন রবেন, ইন্টার মিলানের ওয়েসলি স্নেইডার, আর্সেনালের রবিন ফন পার্সি আর রিয়াল মাদ্রিদের রাফায়েল ফন ডার ফার্ট৷

বিশ্বকাপে হল্যান্ডের সেরা পারফরম্যান্স সেই অনেক আগে৷ ১৯৭৪ আর ১৯৭৮ সালে৷ দু'বারই তাঁদের রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল৷ এরপর ১৯৯৮ বিশ্বকাপে চতুর্থ হয়েছিল হল্যান্ড৷ আর ১৯৮৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরো কাপে৷

এই হল্যান্ডই ২০০২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতেই পারেনি৷ তবে এবার কোয়ালিফাইং রাউন্ডে তারা অন্যবারের চেয়ে ভাল ফল করেছে৷ কোনো পয়েন্টই হারাতে হয়নি তাঁদের৷ আটটি ম্যাচের সবকটাই জিতে সবার আগে হল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবার৷ মাত্র দুটি গোল হয়েছে তাঁদের বিপক্ষে৷

FC Schalke 04 mit Dauerkarten-Rekord in die neue Saison
প্রায় সাড়ে তিন শতাব্দী পর আবার কী দক্ষিণ আফ্রিকা জয় করতে পারবে ডাচরা ?ছবি: picture-alliance/ dpa

এবার যেখানে বিশ্বকাপ হচ্ছে সেই দক্ষিণ আফ্রিকায় ১৬৫১ সালে প্রথম ইউরোপীয় হিসেবে যিনি পা রেখেছিলেন তিনি হল্যান্ডের নাগরিক জ্যাঁ ফন রিবিক৷ সেই থেকে ডাচ ভাষা মিশ্রিত ‘আফ্রিকানস' নামের ভাষাটি এখনো বলা হয়ে থাকে দক্ষিণ আফ্রিকায়৷ প্রায় সাড়ে তিন শতাব্দী পর আবার কী দক্ষিণ আফ্রিকা জয় করতে পারবে ডাচরা ?

এই প্রশ্নের উত্তরের জন্য যাদের উপর নির্ভর করতে হবে তাদের কথাতো আগেই বলা হয়েছে৷ এবার একটু বিস্তারিত জানাবো তাঁদের সম্পর্কে৷ প্রথমেই আসি আরিয়েন রবেনের কথায়৷ পেশাদার ক্যারিয়ারের আট বছরে পাঁচটি লিগ শিরোপা জিতেছেন তিনি৷ সর্বশেষ বায়ার্ন মিউনিখের হয়ে এই মৌসুমে ২৩ গোল করে বলা যায় ক্যারিয়ারের সেরা ফর্মে এখন তিনি৷ মিডফিল্ডার স্নেইডার সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে সেরা দল হতে সাহায্য করেছেন৷ নিজ নিজ ক্লাব দলের হয়ে জ্বলে ওঠা রবেন আর স্নেইডার যদি দেশের হয়েও জ্বলে উঠতে পারেন তাহলে অন্য দেশগুলোর জন্য তা চিন্তার বিষয় বৈকি! ডাচ সমর্থকরা অন্ততঃ তাই আশা করছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ