1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতির চিকিৎসাধীন শিশুদের দেখলেন এঞ্জেলিনা জোলি

১০ ফেব্রুয়ারি ২০১০

হাইতির ভূমিকম্পে ক্লিষ্ট বহু শিশু এখন প্রতিবেশী দেশ ডমিনিকান রিপাবলিকের হাসপাতালে চিকিৎসাধীন৷ তাদের ঘুরে দেখলেন হলিউড তারকা এঞ্জেলিনা জোলি৷

https://p.dw.com/p/Lxhd
হলিউড তারকা এঞ্জেলিনা জোলিছবি: AP

গত মাসের ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসকান্ড বহু শিশুর মনের ওপরেও আঘাত হেনেছে৷ তাদের চোখের সামনে ধসে পড়েছে বাড়ি৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে তাদের কারও বাবা অথবা মা কিংবা অন্য কোন প্রিয়জন৷ বহু শিশু আহত হয়৷ তাছাড়া প্রবল মানসিক আঘাতে সৃষ্টি হয়েছে এক ধরণের ত্রাউমা৷ ভূমিকম্পের সেই মুহূর্তগুলো যেন তাদের তাড়া করে ফিরছে৷ তাদের অনেকের চিকিৎসা চলেছে ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর বিখ্যাত দারিও কন্ট্রেরাস হাসপাতালে৷ ত্রাউমা জনিত মানসিক অবস্থার চিকিৎসায় এই হাসপাতালের সুনাম আছে৷

সেখানকার শিশু বিভাগে সেই সব চিকিৎসাধীন শিশুদের কাছে উপস্থিত হন জোলি৷ ঘুরে দেখেন তাদের৷ তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক হেক্টর কেজাডা৷

জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার ইউএনএইচসিআর শুভেচ্ছা দূত জোলি৷ সান্তো ডোমিঙ্গোর হাসপাতালে জোলির সঙ্গে ছিলেন হাইতি ও ডমিনিকান রিপাবলিকে ইউএনএইচসিআর-এর প্রধান, পেরুর বিশ্বখ্যাত লেখক মারিও ভার্গাস ইয়োসার পুত্র গনসালো ভার্গাস ইয়োসা৷

হলিউডের খ্যাতনামা জুটি এঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট হাইতির ভূমিকম্প দুর্গত মানুষদের সাহায্যের জন্য ডক্টরস উইদাউট বর্ডার্স সংগঠনকে দশ লক্ষ ডলার দান করেছেন৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক