1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতি’র ভূমিকম্প দুর্গতদের আরো সাহায্য প্রয়োজন

১২ জানুয়ারি ২০১১

ঠিক এক বছর আগে এই দিনে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে হাইতিতে৷ সাত মাত্রার সেই ভূকম্পন দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সকে একরকম গুঁড়িয়ে দেয়৷ প্রাণ হারায় কমপক্ষে ২৩০,০০০ মানুষ৷

https://p.dw.com/p/zwXZ
তাবুতে স্কুল হাইতিতেছবি: Yves Polynice

ভয়ঙ্কর সেই ভূমিকম্পের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি হাইতির জনগণ৷ জাতিসংঘের মহাসচিব বান-কি মুন তাই আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন, হাইতির প্রতি সহায়তা অব্যাহত রাখতে৷ বান বলেন, এই শোকাবহ ঘটনায় বেঁচে যাওয়াদের সহায়তায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠী উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে এবং এখনো সহায়তা অব্যাহত রয়েছে৷ হাইতির জনগণের পুনর্বাসনে আগামীতেও এই উদ্যোগ ধরে রাখতে হবে৷

এদিকে, বিধ্বংসী ভূমিকম্পের এক বছর পূর্তিতে দুইদিন ব্যাপী শোক কর্মসূচি হাতে নিয়েছে হাইতিয়ানরা৷ এই উপলক্ষ্যে পোর্ট অফ প্রিন্সে ভূমিকম্পে নিহতদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল৷

হাইতির সহায়তায় সেদেশে বিনিয়োগের ঘোষণা দিয়েছে একটি দক্ষিণ কোরীয় সংস্থা৷ সাই-এ ট্রেড নামক সংস্থাটি বুধবার জানিয়েছে, হাইতিতে তারা ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে৷ সেখানে একটি পোশাক কারখানা তৈরি করা হবে৷ ফলে ২০,০০০ এর মতো হাইতিয়ানের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷

উল্লেখ্য, ভূমিকম্পের পর হাইতিতে কলেরাসহ নানা রোগব্যাধী ছড়িয়ে পড়ে৷ দেশটির রাজনৈতিক অঙ্গনেও বর্তমানে অস্থিরতা বিরাজ করছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন