1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাড্ডাহাড্ডি লড়াই – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড

১৭ মার্চ ২০১১

আজ ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে গ্রুপ বি’র একটি খেলা৷ ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ এটা হবে এবারের বিশ্বকাপের ৩৬তম ম্যাচ৷

https://p.dw.com/p/10asw
চমক দেখাতে পারবে কি ইংল্যান্ড?ছবি: picture alliance/empics

ভারতে স্থানীয় সময় দুপুর আড়াইটায় খেলা শুরু হবে৷ টান টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে সমর্থকদের মাঝে৷

Cricket West-Indien
ওয়েস্ট ইন্ডিজ জিতলে ইংল্যান্ডের বিদায়ের ঘন্টা প্রায় বেজে যাবেছবি: AP

এখন পর্যন্ত চারটি খেলায় ওয়েস্ট ইন্ডিজ জিতেছে তিনটিতে, ফলে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট৷ অন্যদিকে ইংল্যান্ডে অবস্থা খুব একটা সুবিধাজনক নয়৷ পাঁচটি খেলায় তারা জিতেছে মাত্র দুটিতে৷ আর টাই করেছে একটিতে৷ তাই ইংল্যান্ডের পয়েন্ট মাত্র পাঁচ৷ আজকের ম্যাচের উপর নির্ভর করবে, কে যাবে পরবর্তী রাউন্ডে৷ এবং কেভিন পিটারসনকে ছাড়াই মাঠে নামবে ইংল্যান্ড৷

বাংলাদেশ পাঁচটি খেলায় ৬ পয়েন্ট সংগ্রহ করে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে৷ বাংলাদেশের পরবর্তী খেলা ১৯ তারিখে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে৷

গ্রুপ এ-তে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দেশ অস্ট্রেলিয়া৷ বোধ করি তাতে কেউই অবাক হন নি৷ গতকাল ক্যানাডার সঙ্গে খেলেছে অস্ট্রেলিয়া৷ জিতেছে ৭ উইকেটে৷ ক্যানাডা হেরে গেছে, সেই সঙ্গে এবারের বিশ্বকাপ থেকে তারা বিদায় নিল৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: জাহিদুল হক