1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলাকারীরা কি জামাত?

১৮ নভেম্বর ২০১৫

ইটালির আরেক নাগরিকের ওপর হামলা হলো৷ হামলাটা হলো একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দু’জনের ফাঁসির আদেশ বহাল রাখার দিনে৷ ইটালীয় নাগরিকের ওপর হামলার সঙ্গে এর যোগসূত্র দেখছেন অনেকে৷

https://p.dw.com/p/1H7ci
Bangladesch Japaner Mord Kunio Hoshi
ছবি: picture-alliance/dpa/Stringer

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ বুধবার প্রায় কাছাকাছি সময়েই আসে আরেকটি খবর – দিনাজপুরে ইটালির এক নাগরিককে গুলি করেছে আহত করে দুর্বৃত্তরা৷ আহত ব্যক্তির নাম ডা. পিয়েরো৷

সকালে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন ডা. পিয়েরো৷ সাম্প্রতিক সময়ে এই নিয়ে চারজন বিদেশি হামলার শিকার হলেন৷ এর আগে এক জাপানি এবং এক ইটালীয় নাগরিককে হত্যা করে দুর্বৃত্তরা৷ এছাড়া একজন ধর্মযাজককে জবাই করার চেষ্টাও হয়েছে৷

ডা. পিয়েরোর ওপর হামলায় বিদেশিদের মাঝেও প্রতিক্রিয়া হয়েছে৷ টুইটারে ইটালির আরো এক নাগরিকের ওপর হামলার খবরটি উদ্বেগ নিয়েই শেয়ার করছেন তাঁরা৷

আগের প্রত্যেকটি ঘটনার মতো ডা. পিয়েরোর ওপর হামলার পেছনেও স্বাভাবিক কোনো কারণ অনুমান করা যাচ্ছে না৷ ৩৫ বছর ধরে যিনি সেবাকর্মে নিয়োজিত তাঁর ওপর হামলায় বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন অনেকে৷

তবে এস এম রাশেদ রনি নামের একজন মনে করেন, ‘‘রাজাকারদের রিভিউ শুনানির আগে/চলাকালীন কেন বিদেশিদের হত্যা কার্যক্রম চালানো হয় – সেই বিষয়টা কিন্তু খুব জটিল না, তবুও হত্যাকারীদের দুর্বুত্ত বলা হয়, কেন জামাত-শিবির বলা হয় না, সেটা মনে হয় সাংবাদিকদের উদারতা স্বরূপ কিছু ...৷''

বাংলাদেশের সাম্প্রতিক অনেক হত্যাকাণ্ডের সঙ্গেই যুদ্ধাপরাধের বিচারের আওতায় আসা ব্যক্তিদের স্বজন-সমর্থকদের সংশ্লিষ্টতা থাকতে পারে – এমন একটি বক্তব্য বিভিন্ন মহল থেকেই শোনা যাচ্ছে৷ কয়েকদিন আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও বলেছেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি ঠেকাতে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান