1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

১৯ মে ২০১৭

হামলা ও ভাংচুরের এক মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/2dDTs
Bangladesch Dhaka Anschlag Holey Artisan Bakery Polizei
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পর শুক্রবার ভোর রাতে ঈশ্বরদী শেরশাহ রোডের বাড়ি থেকে তমালকে গ্রেপ্তার করা হয়৷

বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলার ওই ঘটনার পর রাতে তার বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস ঈশ্বরদী থানায় ভূমিমন্ত্রীর ছেলেকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে এই মামলা করেন৷ মন্ত্রীর ছেলের এমন আচরণে অনেকেই ধিক্কার জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ ফেসবুক ও টুইটারে অনেকেই শেয়ার করেছেন সংবাদটি৷

কেবল জুবায়ের বিশ্বাসের বাড়িতেই নয়, ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পৌর মেয়র আবুল কালাম আজাদের একটি খাবারের দোকানেও ভাংচুর চালানো হয়৷ ছাত্রলীগ নেতা জুবায়ের পৌর মেয়র আজাদের সমর্থক হিসেবে পরিচিত৷ আর মেয়র আজাদ মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর জামাতা৷ স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে তমালের সঙ্গে আজাদের বিরোধ দীর্ঘদিনের৷ বিরোধ রয়েছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের মধ্যেও৷

ভূমিমন্ত্রীর সমর্থক হিসেবে পরিচিত যুবলীগ নেতা রাজিব সরকারের কয়েকজন অনুসারী বৃহস্পতিবার একটি মামলায় হাজিরা দিতে পাবনা আদালতে গেলে সেখানে জুবায়েরের সমর্থকদের সঙ্গে মারামারি হয়৷ বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জুবায়েরের মা হাজেরা বেগম৷ তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তবে মামলা ও ছেলের গ্রেপ্তারের বিষয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলু বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি৷ পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান