1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলা চলছে লিবিয়ায়, অভিযানে যোগ দিয়েছে ডুবো জাহাজ

২২ মার্চ ২০১১

লিবিয়ায় পশ্চিমা বাহিনীর হামলা অব্যাহত৷ শনিবার থেকে শুরু হওয়া এই হামলার শক্তিও কয়েক ধাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন৷ অপরদিকে, আগামী বৃহস্পতিবার লিবিয়া বিষয়ে বৈঠকে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ৷

https://p.dw.com/p/10fSF
রাস লানুফে এক বিদ্রোহী যোদ্ধাছবি: dapd

এক অন্যরকম সময় এখন লিবিয়াতে৷ সোমবার সারারাত রাজধানী ত্রিপোলির আকাশে দেখা গেছে আগুনের ছটা৷ একের পর এক নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পশ্চিমা বাহিনী৷ লিবিয়ার সাধারণ মানুষকে গাদ্দাফি বাহিনীর হাত থেকে বাঁচাতে চলছে এই আক্রমণ৷ মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, গত ১২ ঘণ্টায় লিবীয় বাহিনীর আস্তানা লক্ষ্য করে অন্তত ২০টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে মার্কিন বাহিনী৷ অপরদিকে, ‘অপারেশন ওডেসি ডন' নামের এই অভিযান শুরু হবার পর এপর্যন্ত মার্কিন এবং ব্রিটিশ বাহিনী ১৫৯টি এ ধরণের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেই খবর৷ এই পর্যায়ে মার্কিন নৌ বাহিনীর বেশ কয়েকটি ডুবো জাহাজও সামিল হয়েছে অভিযানে৷ ত্রিপোলির কাছে দুটি নৌ ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন৷

আজ দিনের প্রথমভাগে ভূপাতিত হয়েছে মার্কিন বাহিনীর একটি যুদ্ধবিমান৷ পরে দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে৷ ব্রিটিশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন৷ কারিগরি ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয় বলেই তাদের দাবি৷

লিবিয়ায় হামলা বিষয়ে মার্কিন বাহিনীর এক অধিনায়কের বক্তব্য হচ্ছে, একের পর এক হামলায় পর্যুদস্ত গাদ্দাফি অনুগত সেনারা৷ কিন্তু তাদের কথার খুব একটা সত্যতা মিলছে না৷ কারণ বসে নেই গাদ্দাফি বাহিনী৷ সোমবার রাতের আকাশে দেখা গেছে পশ্চিমা বাহিনীকে হটাতে বিমান বিধ্বংসী গোলার ব্যবহার৷ আজ তারা মিস্রাতাসহ আরও একটি শহরে হামলা চালিয়ে বেশ কিছু মানুষকে হত্যা করেছে৷ এর মধ্যে চারটি শিশু রয়েছে বলে দাবি বিদ্রোহীদের এক মুখপাত্রের৷

Flash-Galerie Libyen Flakfeuer in Tripolis
ত্রিপোলির রাতের আকাশছবি: dapd

বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, পশ্চিমা বাহিনীর এই হামলায় কোন দেশ নেতৃত্ব দিচ্ছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়৷ এ নিয়ে খোলসা করে বক্তব্যও আসছে না৷ ঠিক এই অবস্থায় জাতিসংঘের প্রস্তাবে ‘নো-ফ্লাই জোন' বিষয়ক সিদ্ধান্ত এবং লিবিয়ায় বিমান হামলা চালানোর প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসবে৷ লিবিয়ায় শক্তি প্রয়োগের অনুমোদনের ৭ দিন পর পরিস্থিতি পর্যালোচনার জন্য এ অধিবেশনের পরিকল্পনা করা হয়েছে বলে জানাচ্ছেন কূটনীতিকরা৷

মস্কো সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস বলেছেন, পশ্চিমা বাহিনীর হামলায় যেন কোন বেসামরিক মানুষের মৃত্যু না হয়, সেই দিক বিবেচনায় জনবসতির বাইরের সামরিক স্থাপনায় হামলা পরিচালিত হচ্ছে৷ অপরদিকে, লিবিয়ায় হামলা বিষয়ে দ্বিধাবিভক্ত ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য আনতে বৈঠক চলছে ব্রাসেলসে৷ তবে এখনো এখনো সেখানে কোন ফল আসেনি৷ অন্যদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রী লিবিয়ার উপর কঠোর বাণিজ্যিক, বিশেষ করে তেল গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের কথাই বলেছেন আজ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন