‘হাম প্রতিরোধে টিকা’ | পাঠক ভাবনা | DW | 20.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘হাম প্রতিরোধে টিকা’

বিজ্ঞান ও পরিবেশ পাতায় লেখা ‘বাংলাদেশের তৈরি বাংলাদেশি রোবট’, ‘হামের বিরুদ্ধে লড়াই- প্রতিরোধে টিকা’, ‘গভীর সমুদ্রে সাবমেরিন’ শিরোনামের লেখাগুলি পড়লাম এবং অনেক অজানা তথ্য পেলাম৷

আমার প্রশ্ন, ঢাকা ও নতুন দিল্লির পোস্ট বক্সগুলো কি কার্যকর আছে? বিধান চন্দ্র টিকাদার, ঢাকা থেকে জানতে চেয়েছেন৷

আমাদের ঢাকা এবং নতুন দিল্লির পোস্টবক্স নাম্বার অবশ্যই চালু আছে৷ লিখে দেখুন, আমরা ঠিক পেয়ে যাবো আপনার হাতে লেখা চিঠি৷ তবে আজকের এই তথ্য প্রযুক্তির যুগে স্বাভাবিকভাবেই ফেসবুক এবং ই-মেলকে অগ্রাধিকার দেওয়া হয়৷

মনের গভীর ব্যথা আর কষ্টে আজ আমরা ডয়চে ভেলের বাংলা বিভাগ থেকে অনেক অনেক দূরে৷ কিন্তু মাঝে মধ্যেই ডয়চে ভেলে বাংলা বিভাগের জন্য মনের অজান্তেই চোখের কোণে পানি এসে জমা হয়৷ চোখে ভেসে ওঠে ডয়চে ভেলে বাংলা বিভাগকে নিয়ে সুখের সাগরে ভেসে বেড়ানোর কত না স্মৃতি৷ আমাদের দূরে ঠেলে দিয়ে কেমন আছো ডয়চে ভেলে বাংলা বিভাগ??? মহ. হাফিজুর রহমান, চুপী, পূর্বস্থলী, বর্ধমান থেকে লিখেছেন৷

– মনের কোণে যে একটু খানি দুঃখ আমাদেরও নেই তা কিন্তু নয়৷ তারপরও আমরা ভালোই আছি আর এটাই যে নিয়ম৷ অনুরোধ করবো আপনারাও আমাদের সঙ্গে থাকুন ওয়েবসাইটের মাধ্যমে৷ সেখানে নানা প্রতিবেদন সহ পাবেন আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানও৷ আগের মতো মতামত জানিয়ে আমাদের সাথে থাকলে খুব ভালো লাগবে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন