1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারল রুর ভ্যালি, জিতল লন্ডন

৮ নভেম্বর ২০১৩

জার্মান ভাষ্যকাররা ব্যাপারটাকে জার্মান-ইংলিশ ফুটবলের তুলনা হিসেবে দেখছেন৷ চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল, চেলসির কাছে ডর্টমুন্ড, শালকের হার যেন জার্মান ফুটবল নিয়ে সাম্প্রতিক উচ্ছ্বাসের পর মাথা ঠাণ্ডা করার ওষুধ৷

https://p.dw.com/p/1ADoM
আর্সেনালের গোলের মুহূর্তছবি: picture-alliance/dpa

শুধু জার্মানি হলেও কথা ছিল: এ যে একেবারে রুর ভ্যালি শূন্য, লন্ডন চার৷ কেননা ডর্টমুন্ড, শালকে দু'টোই জার্মানির সুবিখ্যাত রুর শিল্পাঞ্চলের ক্লাব, ডর্টমুন্ড ডর্টমুন্ডের, শালকে গেলজেনকির্শেনের৷ ওদিকে আর্সেনাল এবং চেলসি, দু'টোই লন্ডনের ক্লাব৷

ডর্টমুন্ডকে এবার চ্যাম্পিয়নস লিগের ‘নকআউট' পর্যায়ে পৌঁছনো নিয়েই চিন্তায় পড়তে হবে৷ শালকে চেলসির কাছে ৩-০ গোলে হারা সত্ত্বেও এখনও গ্রুপ ‘ই'-তে দ্বিতীয় স্থানে৷ প্রথম স্থানে রয়েছে চেলসি (৯ পয়েন্ট)৷ বুধবার বাসেল আর বুখারেস্ট ড্র করায় ঐ দু'টি ক্লাব পাঁচ এবং দুই পয়েন্টে৷ কাজেই ‘‘আমরা আরো এগবো কিনা, সেটা আমাদের নিজেদের হাতে,'' বলেছেন শালকের কোচ ইয়েন্স কেলার৷

গ্রুপ ‘এফ'-এ ডর্টমুন্ড তৃতীয় স্থানে৷ কাজেই গ্রুপ পর্যায়ের শেষ দু'টো খেলায় ডর্টমুন্ডকে জিততেই হবে৷ ওদিকে আন্তর্জাতিক পর্যায়ে পর পর সাতটি ম্যাচ জেতার পর ডর্টমুন্ডকে যে নিজেদের মাঠে ১-০ গোলে হারতে হল, তা-তেও ডর্টমুন্ডের প্লেয়াররা – কিংবা কোচ – মুষড়ে পড়েননি৷ মার্কো রয়েস যেমন বলেছেন: ‘‘নীতিগতভাবে বিশেষ কিছু বদলায়নি৷ আমরা আগেও জানতাম যে, নাপোলি আর মার্সাই-এর বিরুদ্ধে খেলা দু'টো আমাদের জিততে হবে৷''

Champions League Chelsea FC - FC Schalke 04
গোল খেয়ে হতাশায় শালকের খেলোয়াড়রাছবি: picture-alliance/dpa

আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারও বলছেন, গ্রুপ ‘এফ'-এ এখনো কিছুই নিষ্পত্তি হয়নি৷ ‘‘ডর্টমুন্ডের মতো আমাদেরও এখন অনেক ফুটবল খেলতে হবে,'' বলেছেন ওয়েঙ্গার৷ যে খেলায় ডর্টমুন্ড বিপক্ষের গোলের দিকে ১৩টি শট নিয়েছে, সে তুলনায় আর্সেনাল মাত্র চারটি, সেরকম একটি ম্যাচে হারার পর ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপের আক্ষেপ বোধগম্য: ‘‘খেলাটা হারার কোনো প্রয়োজন ছিল না৷ কিন্তু আমরা এখনো পুরোপুরি হেরে যাইনি৷ এখনো সব কিছু সম্ভব, যদি আমরা পরের খেলা দু'টো জিততে পারি৷''

খেলা এরকমভাবে শেষ হলো কেন, তার দু'টি স্ট্র্যাটেজিক ব্যাখ্যা পাওয়া গিয়েছে৷ প্রথমটি ডর্টমুন্ডের ক্যাপ্টেন রোমান ভাইডেনফেলারের কাছ থেকে৷ তিনি বলেছেন, ভারি বৃষ্টিতে খেলতে হলে গোলের দিকে আরো বেশি শট নেওয়া উচিত৷ অপরদিকে আর্সেনালের সেন্টার-ব্যাক পের ম্যার্টেসাকার, যিনি ডর্টমুন্ডের বাঘা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কিকে আটকেছেন, তিনি বলেছেন: ‘‘ডর্টমুন্ড যেভাবে আমাদের আক্রমণ করছিল, সেটা আমরা আটকাতে চেয়েছিলাম... দ্বিতীয়ার্ধে আমরা পাল্টা-আক্রমণের সুযোগগুলো ব্যবহার করি৷''

ফুটবল খেলাটা ঠিক এতটাই সহজ হতে পারে!

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য