1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসন রাজা হবেন মিঠুন চক্রবর্তী

৯ ফেব্রুয়ারি ২০১১

এবার কলকাতা পরিচালক রুহুল আমিন বাংলাদেশের সিলেট অঞ্চলের জনপ্রিয় লোকসংগীত শিল্পী এবং গীতিকার হাসন রাজাকে নিয়ে ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন৷ হাসন রাজার নাম ভুমিকায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী৷

https://p.dw.com/p/10E09
‘দাদা’র সামনে এবার নতুন চ্যালেঞ্জছবি: cc-by-sa-Graphikamaal

ফকির লালন সাঁইকে নিয়ে নির্মিত ছবি ‘মনের মানুষ'এর সাফল্যে অনুপ্রাণিত হয়েই পরিচালক রুহুল আমিন হাসন রাজাকে নিয়ে ছবি নির্মাণের কাজে হাত দিচ্ছেন বলেই জানাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সংবাদমাধ্যমগুলো৷

সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশ্রী গ্রামে হাসন রাজার জন্ম ১৮৫৫ সালের ২৪ জানুয়ারি৷ হাসন রাজা ছিলেন সামন্ত পরিবারের সন্তান৷ তাঁর পিতা দেওয়ান আলী রেজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনিও জমিদারিত্ব নিয়েছিলেন৷ ব্যস্ত ছিলেন ভোগ বিলাসে৷ পরে এক আধ্যাত্মিক স্বপ্ন-দর্শন হাসন রাজার জীবন দর্শন আমূল পরিবর্তন করে দেয়৷ বিলাসপ্রিয় জীবন তিনি ছেড়ে দেন৷ নিজের ভুল ত্রুটিগুলো শুধরাতে শুরু করেন৷ তাঁর মনের মধ্যে আসে এক ধরনের উদাসীনতা, এক ধরনের বৈরাগ্য৷ শুরু হয় গান রচনা৷ সেই গানে সুরারোপও করতে শুরু করলেন হাসন রাজা৷ এভাবেই শুরু৷ ছবির কাহিনীতে এসব ঘটনাই তুলে ধরা হয়েছে৷

হাসন রাজা চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার কথাবার্তা পাকা হয়েছে বলে খবর৷ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র পিয়ারী বেগমের ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন৷ সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে রাইমা সেন নিজেই এই ঘোষণা দিয়েছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন