1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এবার তুমি দোজখে পচবে'

১০ জুন ২০১৫

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও লুটপাটের মতো যুদ্ধাপরাধের দায়ে সাবেক রাজাকার কমান্ডার সৈয়দ মো. হাসান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই৷

https://p.dw.com/p/1Fe4O
Symbolbild Selbstmord
ছবি: vkara - Fotolia.com

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার রাজাকার হাসান আলীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন৷ রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো৷

ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান জানান, প্রমাণিত পাঁচটি অভিযোগেল মধ্যে তৃতীয় ও চতুর্থটিতে ২০ জনকে হত্যা, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের দায়ে হাসান আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো৷ এছাড়া দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে অপহরণ, হত্যা ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে৷

হাসান আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরটি অনেকেই টুইট করেছেন৷

অনেকেই স্বস্তি পেয়েছেন এক রাজাকারের বিরুদ্ধে শাস্তি ঘোষণার খবরে৷ একজন লিখেছেন, ‘‘দীর্ঘ প্রতীক্ষিত ব্যাপারটা অবশেষে ঘটল৷ হাসান আলী, এবার তুমি দোজখে পচবে৷''

কিন্তু রায় ঘোষণা করা হলেও হাসান আলী পলাতক বলে তাঁর বিরুদ্ধে এখনই রায় অনুযায়ী শাস্তি কার্যকর করা যাচ্ছেনা৷ ট্রাইব্যুনাল কিশোরগঞ্জের এই সাবেক রাজাকার কমান্ডারকে ধরার জন্য সরকারকে ইন্টারপোল-এর সহায়তা নিতে বলেছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান