‘হাসিনার সোনার ছেলেরাই ব্যাংক ডাকাতির সাথে জড়িত' | পাঠক ভাবনা | DW | 22.04.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘হাসিনার সোনার ছেলেরাই ব্যাংক ডাকাতির সাথে জড়িত'

মঙ্গলবার দুপুরে আশুলিয়ায় কমার্স ব্যাংকে দুর্বৃত্তদের হামলা সম্পর্কে ডয়চে ভেলের ফেসবুকে পাঠকদের জানানো নানা মন্তব্য তুলো ধরা হলো৷

তবে বেশিরভাগ পাঠকই ব্যাংক ডাকাতির ঘটনায় সরকারকেই দোষারোপ করছে৷ পাঠক লিংকন মীরের মন্তব্য, ১৯৭৫ সালে মুজিবের শাসন আমলের পুনরাবৃত্তি হতে চলেছে....৷ বাকস্বাধীনতা নাই, খুন গুম ধর্ষণ ব্যাংক ডাকাতি বেড়ে চলেছে....তাহলে আমরা কি আর একটা ধ্বংসের অপেক্ষায় আছি?

জাবেদ এটিএম মোসলেহ উদ্দিন লিখেছেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতি: এমন ঘটনা ঘটেইনি, সব নাটক৷ পুলিশের বিবৃতি: ডাকাতরা আগে জানিয়ে ডাকাতি করতে আসে নাই, তাই ব্যবস্থা নেওয়া যায়নি৷''

সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকের শাখায় মঙ্গলবার দুপুরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়৷ এ ঘটনায় ​বিকেল সোয়া চারটা পর্যন্ত পাওয়া খবরে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ দেশের এই অস্থির পরিস্থিতি নিয়ে মোহাম্মদ জনি খুবই হতাশ৷ তাঁর মন্তব্য, ‘‘আল্লাহই ভালো জানে কী হবে এই দেশটার...৷''

শাহজালাল সাজু মজা করে লিখেছেন, ‘‘১৯৭১ সালের ব্যাংক ডাকাত কামালের প্রেতাত্মা গুলি ফিরে এসেছে?''

২১ শে এপ্রিল মঙ্গলবার দুপুরে আশুলিয়ায় কমার্স ব্যাংকে দুর্বৃত্তদের হামলায় নিহত ৬ ,আহত অনেক৷ পাঠক আবু খালেদ ‘২১ শে এপ্রিল' বাংলাদেশে ব্যাংক ইতিহাস এর কালো দিন বলে আখ্যায়িত করেছেন৷

লাভলু রসার মন্তব্য, ‘‘খবর নিয়া দেখেন হাসিনার সোনার ছেলেরাই এই ডাকাতির সাথে জড়িত৷ কারণ ওদের অতীত ইতিহাস তাই বলে৷''

মেনন রাশেদ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ফিরে এসেছে সেই ১৯৭২ থেকে ৭৫ সাল৷ আওয়ামী লীগ এভাবে দেশ শেষ করছে, শেখ মুজিবের সময়ও এমন ছিলো৷''

মো. হাসানের মন্তব্যও অনেকটা একই রকম৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন