1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসির ম্যাজিকে পাকিস্তানের হতাশা

১৫ মে ২০১০

শেষ ১০ বলে ৩৮! মাইক হাসির ২৪ বলে ৬০ রানের ইনিংসটাকে এভাবে দেখলেই বোধ হয় সবচেয়ে ভালোভাবে বোঝানো সম্ভব৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে যা সর্বকালের সেরা টোয়েন্টি টোয়েন্টি ইনিংস৷

https://p.dw.com/p/NOaC
মাইক হাসি (ফাইল ছবি)ছবি: AP

আর তাঁর ইনিংসের আগুনেই পুড়ে খাক হলো পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা৷ আগামীকাল রোববার অ্যাশেজের ক্ষুদ্র সংস্করণে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইল্যান্ড৷

অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়াই

আসলে এই ম্যাচে মাইক হাসি ছাড়া আর তেমন কিছু বলার নেই৷ পাকিস্তানের করা ১৯১ রানের বিশাল ইনিংসটি যে এভাবে টপকে যাবে অস্ট্রেলিয়া তা শেষ ওভারের আগে পর্যন্তও বোধহয় কেউ ধারণা করতে পারেনি৷ কিন্তু মাইক হাসি সর্বশেষ ওভারে যা দেখালেন তা ক্রিকেট দর্শকরা বহুদিন মনে রাখবেন৷ শেষ তিন ওভারে ৪৮, দুই ওভারে ৩৪ এবং শেষ ওভারে ১৮ রান৷ এই ছিল অস্ট্রেলিয়ার জয়ের টার্গেট৷ শেষ ওভারের প্রথম বলে মিচেল জনসন এক রান নিয়ে স্ট্রাইক দিলেন হাসিকে৷ এরপর ৬, ৬, ৪ ও ৬ ব্যস! খেলা শেষ, জিতে গেল অস্ট্রেলিয়া৷ ম্যাচ শেষ হওয়ার অনেক পরেও পাকিস্তানি খেলোয়াড়রা এই ধাক্কা সামলে উঠতে পারছিলেন না৷ উল্লেখ্য, এই বিশ্বকাপেই এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল যেখানে অস্ট্রেলিয়া করেছিল ১৯১ রান, কিন্তু পাকিস্তান তা টপকাতে পারেনি৷ ক্রিকেট যে নার্ভের খেলা সেটা অস্ট্রেলিয়া আবারও প্রমাণ করে ছাড়ল৷

Cricket - Shahid Afridi
পাকিস্তান অধিনায়ক আফ্রিদিছবি: AP

ফাইনালে অনুপস্থিত দক্ষিণ এশিয়া

এবারের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে দুই ফেভারিট দল ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান এবং আইপিএল এর দেশ ভারত৷ পাকিস্তান যদিও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, এবং মাইক হাসির এই এপিক ইনিংসের কাছে মার খেয়ে গেছে, কিন্তু ভারতের পারফরমেন্স এবার সত্যিই সবাইকে বেশ হতাশ করেছে৷ এছাড়া শ্রীলংকা সেমিফাইনালে গেলেও ইংল্যান্ডের সঙ্গে তেমন কোন জোর লড়াই তারা করতে পারেনি৷ মোট কথা, দক্ষিণ এশিয়ায় টোয়েন্টি টোয়েন্টি এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট হলেও বিশ্বকাপের ফলাফল শুণ্য৷

প্রতিবেদন রিয়াজুল: ইসলাম, সম্পাদনা সুপ্রিয়: বন্দ্যোপাধ্যায়