1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হায়দ্রাবাদে অনির্দিষ্ট কালের জন্যে কারফিউ

৩০ মার্চ ২০১০

শনিবার শুরু হওয়া এই দাঙ্গার সঙ্গে জড়িত সন্দেহে এই পর্যন্ত ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কয়েকটি সড়কে উৎসব চলাকালে একটি হিন্দু গোষ্ঠী মুসলমানদের কয়েকটি পতাকা সরিয়ে হিন্দুদের পতাকা লাগানোর পরই ঘটনার সূত্রপাত৷

https://p.dw.com/p/Mhro
অশান্ত হায়দ্রাবাদ (ফাইল ফটো)ছবি: AP

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের কিছু অংশে অনির্দিষ্ট কালের জন্যে কারফিউ জারি করা হয়েছে৷ সাম্প্রদায়িক সংঘাতে একজন নিহত হবার পর এই কারফিউ জারি করা হয়৷ দাঙ্গায় আহত হয় অন্তত ৮০ জন৷ পুরোনো এই শহরটিতে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা শুরু হয় শনিবার রাতে৷ পতাকা সরানোর ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷

পুলিশ মঙ্গলবার জানিয়েছে, শনিবার শুরু হওয়া এই দাঙ্গার সঙ্গে জড়িত সন্দেহে এই পর্যন্ত ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কয়েকটি সড়কে উৎসব চলাকালে একটি হিন্দু গোষ্ঠী মুসলমানদের কয়েকটি পতাকা সরিয়ে হিন্দুদের পতাকা লাগানোর পরই ঘটনার সূত্রপাত৷ মাইক্রোসফ্ট, গুগল এবং মাহিন্দ্রা সত্যম সংস্থাগুলো নিয়ে আই টি শহর হিসেবে খ্যাত হায়দ্রাবাদকে একটি পৃথক ভারতীয় রাজ্য করার প্রস্তাবের দাবিতে সেখানে কয়েক মাস ধরেই উত্তেজনা বিরাজ করছে৷ মুসলমান অধ্যুষিত শহরটিতে সোমবার রাত থেকে কারফিউ জারি করেছে পুলিশ৷

সোমবার ভ্যানে করে যাবার সময় দুষ্কৃতকারিরা একজনকে ছুরিকাঘাত করে৷ পরে সে প্রাণ হারায়৷ হায়দ্রাবাদে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্য পাঠানো হয়েছে৷ সেখানকার সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, আলিয়াবাদ, লাল দরওয়াজা, গউলিপুরা এবং শাহালিবান্দা৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন