1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারের সঙ্গে মুরসির তুলনা

২ আগস্ট ২০১৩

মিশরে নতুন সূচনা দেখতে চায় জার্মানি৷ মিশরে গিয়েই কথাটা জানিয়ে এসেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ একটি বিষয় বিব্রতকর অবস্থায় ফেলেছিল তাঁকে৷ হিটলারের সঙ্গে মুরসির তুলনা৷

https://p.dw.com/p/19Iiy
German Foreign Minister Guido Westerwelle looks on during a news conference with Egypt's interim Foreign Minister Nabil Fahmy in Cairo August 1, 2013. Germany urged Egypt to avoid "the appearance of selective justice" on Thursday amid a crackdown on deposed President Mohamed Mursi's Muslim Brotherhood, which remained defiantly dug in at a protest camp the police have orders to remove. REUTERS/Mohamed Abd El Ghany (EGYPT - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

ভেস্টারভেলে মনে করেন এমন তুলনা অযৌক্তিক৷ দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এক বছর পার করার সঙ্গে সঙ্গেই ক্ষমতাচ্যুত - মোহাম্মদ মুরসির এমন পরিণতি মানতে পারছেনা তাঁর দল মুসলিম ব্রাদারহুড৷ দলের সমর্থকরা গত ৩ জুলাই থেকে বিক্ষোভ জানাচ্ছে৷ বিক্ষোভ প্রায়ই সহিংস রূপ নিচ্ছে৷ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হচ্ছে বিক্ষোভকারীদের৷ নিয়মিত ঘটছে হতাহতের ঘটনা৷ স্বৈর শাসক হুসনি মুবারক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে মিশর৷ কিন্তু নির্বাচিত হবার ছয় মাসের মধ্যেই প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা শুরুর অভিযোগে বিক্ষোভ শুরু করে বিরোধীরা৷ মিশরে তাই পথ চলা শুরুর পর থেকেই গণতন্ত্র মহাসংকটে৷ গত ৩ জুলাই মুরসিকে সরিয়ে দেয় সেনাবাহিনী৷ তারপর থেকে দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে৷ রাজপথে চলছে মুরসি সমর্থকদের বিক্ষোভ৷

এমন পরিস্থিতিতেই মিশর সফরে গিয়েছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ মিশরের বর্তমান রাজনৈতিক সংকটকে তিনি ‘‘ঐতিহাসিক প্রথম ঘণ্টার প্রথম কয়েক সেকেন্ড'' হিসেবে বর্ণনা করে চলমান অস্থিরতাকে স্বাভাবিকই বোঝাতে চেয়েছেন৷ তবে মুরসিকে অপসারণের প্রক্রিয়াকে সেনা অভ্যুত্থান বলেননি তিনি৷ তা না বলে মিশরকে গণতন্ত্রের পথে নতুন করে পথা চলা শুরু করতে বলেছেন৷ সব ঠিক করবে মিশরের মানুষ- এমন মতামত জানিয়ে ভেস্টারভেলে বলেছেন, ‘‘আমরা তো শুধু উপদেশ দিতে পারি৷''

মুরসিকে যেভাবে অপসারণ করা হয়েছে তার সমালোচনা না করায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে গিডো ভেস্টারভেলেকে৷ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ক্ষমতায় যাবার পর গণতন্ত্রের অবমাননা করেছেন সুকৌশলে- এই অভিযোগে মুরসির অপসারণকে জার্মানি নীরব সমর্থন দেয়ায় অ্যাডলফ হিটলারের সঙ্গে মুরসির তুলনাও শুরু হয়েছে৷

মিশরে অনেকে বলছেন, অ্যাডলফ হিটলার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা নিয়েছিলেন, তার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধেছিল, কিন্তু জার্মানি কি তাই বলে হিটলারকে জোর করে ক্ষমতা থেকে নামিয়েছে? এমন প্রশ্নকে অযৌক্তিক বোঝাতে গিয়ে গিডো ভেস্টারভেলে বলেন, ‘‘হিটলার এমন এক যুদ্ধ শুরু করেছিলেন যা কিনা সারা বিশ্বকে দারিদ্র্য এবং মারাত্মক দুর্ভোগে ফেলেছিল৷ আমরা জার্মানরা মনে করি এমন পাহাড়সম অপরাধকে অন্য কিছুর সঙ্গে তুলনা করে ছোট করে দেখানো ঠিক নয়৷ ''

এসিবি/ এআই (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য