1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিরোশিমা দিবসে এই প্রথম মার্কিন রাষ্ট্রদূত

৬ আগস্ট ২০১০

৬৫ বছর পর হিরোশিমার বিভীষিকাময় দিনটিকে স্মরণ করা হলো৷ এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত এই অনুষ্ঠানে অংশ নিলেন৷

https://p.dw.com/p/Oe03
শান্তি, আকাশ, পায়রা
শান্তির প্রতীক হিসেবে আকাশে উড়ানো হয় পায়রাছবি: AP

প্রতি বছরের মতো জাপান এবারও হিরোশিমায় আণবিক বোমা হামলার দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করছে৷ এতে প্রথমবারের মতো অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি৷ একে বিশ্বব্যাপী আণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের প্রচেষ্টার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে জাপান৷

UNO General Sekretär Ban Ki-Moon
হিরোশিমার স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: AP

জাপানের যে জায়গাটিতে বিশ্বে প্রথম আণবিক বোমা ফেলা হয়েছিলো সে জায়গাটি আজ স্কুলের ছেলে মেয়েরা গানে গানে মুখরিত করে রাখে৷ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করা হয় মৃতদের৷ আজ থেকে ৬৫ বছর আগে যে সময়টিতে হিরোশিমায় বোমা ফেলা হয়েছিলো, সেই মুহূর্তকে স্মরণ করে সকাল সোয়া ৮টায় মন্দিরের চূড়ায় ঘণ্টা বাজিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ শান্তির প্রতীক হিসেবে আকাশে উড়িয়ে দেওয়া হয় ১ হাজার সাদা পায়রা৷

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ স্মরণ অনুষ্ঠানে অংশ নেন৷ হিরোশিমার মেয়র এতোদিন পরে হলেও ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে স্বাগত জানান৷ পানি দিয়ে স্মরণ করেন সেই ১ লাখ ১৪ হাজার মানুষকে৷ যারা বোমার বিস্ফোরণে পুড়ে মারা গিয়েছিলেন৷

৭০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা আজকের এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুনও এতে অংশ নেন৷ জাতিসংঘের প্রধান হিসেবে এবারই প্রথম একজন এই স্মরণ অনুষ্ঠানে অংশ নিলেন৷

Japan Jahrestag Hiroshima John Roos USA Flash-Galerie
মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন হিরোশিমার মেয়রছবি: AP

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দিনে জাপানের হিরোশিমায় আণবিক বোমা ফেলে অ্যামেরিকা৷ এর ৩ দিন পরে ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে ফেলে আরেকটি বোমা৷ প্রাণ হারান আরও ৭০ হাজার মানুষ৷ ধ্বংসস্তুপে পরিণত হয় শহর দু'টি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন