1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমকি সত্ত্বেও প্রস্তুতি সম্পন্ন কমনওয়েলথ গেমসের

২০ সেপ্টেম্বর ২০১০

আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নতুন দিল্লিতে বসছে কমনওয়েলথ গেমসের আসর৷ সাজানো হয়েছে স্টেডিয়াম, মাঠ-ঘাট, শহর৷ কিন্তু নতুন উৎপাত হিসাবে সামনে দাঁড়িয়েছে জঙ্গিদের হুমকি৷

https://p.dw.com/p/PHSa
জহরলাল নেহেরু স্টেডিয়ামছবি: AP

তাই অত্যাবশ্যকীয়ভাবে এখন আসরের নিরাপত্তার প্রশ্নটি সর্বাগ্রে চলে এসেছে৷ গত রবিবার রাজধানীর প্রধান মসজিদের বাইরে পর্যটকবাহী মিনিবাসে হামলা এবং এর ফলে তাইওয়ানের দুই টিভি ক্রু আহত হবার ঘটনার পর, নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ৷ ইতিমধ্যে জঙ্গি গোষ্ঠীগুলোর কাছ থেকে এসেছে আরও হামলার হুমকি, তাও আবার গেমস চলাকালে৷ তাই ভারত সরকার বড় বড় শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করলেও, বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে অংশগ্রহণকারী দেশগুলো৷ ব্রিটেন এবং অস্ট্রেলিয়া ভারতে অবস্থানরত সে দেশের নাগরিকদেরকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে৷ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা খেলোয়াড়দের পাঠাবেন কি না সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে৷

আগামী ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫৩ জাতির এই গেমসটি৷ ভারত সরকারের ক্রীড়া বিভাগ জানিয়েছে, গেমসকে সফল করতে সকল প্রস্তুতি চূড়ান্ত৷ এখন কেবল চলছে ধোয়া-মোছার কাজ৷ কোন দল কোথায় থাকবে, কোথায় প্রাকটিস করবে, কি খাবে, কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে - সব ঠিক করে ফেলা হয়েছে৷ এখন শুধু অপেক্ষা, দলগুলোকে স্বাগতম জানানোর৷

Flash-Galerie Commonwealth Games Siri Fort Sports complex
ছবি: cc-by-sa/Nvvchar

কিন্তু নিরাপত্তা? সে জন্য কি করেছে আয়োজক দেশ ভারত? বিশেষ করে দুই বিদেশি টিভি ক্রু আহত হবার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা কর্মীদের কাজ-কারবার নিয়ে এখন ভুগতে হচ্ছে সরকারকে৷ তবে ঐ দুই বিদেশি আহত হবার ঘটনাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করে প্রশাসন৷

কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমাদি জানিয়েছেন, ‘‘আমরা অ্যাথলিট এবং অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছি৷'' এছাড়া তিনি অভয় দিয়ে বলেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের৷ অবশ্য ইতিমধ্যেই এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করে জঙ্গিবাদী ইসলামি দল ‘ইন্ডিয়ান মুজাহিদীন' ইমেল মারফত হুমকি দিয়ে বলেছে, ‘‘পারলে গেমসের আয়োজন করো৷ তোমরাও প্রস্তুত হও৷ আমরাও প্রস্তুতি নিচ্ছি৷''

উল্লেখ্য, প্রায় সাত হাজার অ্যাথলিট যোগ দেবেন এই আসরে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ