1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেনার মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহের অভিযোগ

৯ ফেব্রুয়ারি ২০১১

পুঁজিবাজার নিয়ে আবারো উত্তপ্ত রাজপথ, বিক্ষোভ মতিঝিলে৷ রয়েছে হেনার পুনরায় ময়নাতদন্ত নিয়ে প্রতিবেদন৷ আর মাশরাফি-সিডন্স বাকবিতণ্ডার খবর৷ এসবই আজকের গণমাধ্যমের শিরোনামে জায়গা পেয়েছে৷

https://p.dw.com/p/10Dqj
প্রতীকী ছবি

শেয়ার বাজার

‘মতিঝিল রণক্ষেত্র', জানিয়েছে দৈনিক ইত্তেফাক৷ পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের কারণে মতিঝিল এলাকায় বিক্ষোভ করে বিনিয়োগকারীরা৷ এসময় পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধরা৷ আহত হয় কমপক্ষে ২০ জন৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘শেয়ার বাজার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক: লোটাস কামাল'৷ শেয়ার বাজারে চলমান অস্থিরতার জন্য বিরোধী দলীয় ব্যবসায়ীদের দায়ী করে বক্তব্য দেন শেখ হাসিনা৷ লোটাস কামাল মনে করছেন, এই বক্তব্য রাজনৈতিক৷ পুঁজিবাজারের ইনডেক্স হঠাৎ বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই ২ বছরে দেশে এমন কোন শিল্পায়ন হয়নি যে, পুঁজিবাজারের ইনডেক্স এত বেড়ে যেতে পারে৷

হেনার মরদেহ পুনরায় ময়নাতদন্ত

সোমবার শরিয়তপুর থেকে হেনার মরদেহ তুলে আনা হয়৷ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে৷ আজ বুধবার হেনার দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে৷ দৈনিক প্রথম আলো এই খবর জানিয়েছে৷ পত্রিকাটির শিরোনাম, ‘ধর্ষণের অভিযোগ এড়িয়ে এজাহার, ঢাকায় আবার ময়নাতদন্ত'৷ হেনা হত্যা মামলার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সক্রিয় স্থানীয় পুলিশ এবং প্রভাবশালীরা, জানিয়েছে দৈনিক সমকাল৷ শিরোনাম, ‘হেনার মৃত্যু নিয়ে কেন এই লুকোচুরি'৷ নিহত হেনার মা আকলিমা বেগম জানিয়েছেন, নির্যাতন ও দোররার আঘাতে তার মেয়ে মারা গেছে৷ এমনকি সালিশদারদের লোক তাঁর মৃত মেয়ের মুখে বিষ ঢালার চেষ্টা করেছিল বলেও দাবি করেন আকলিমা৷

মাশরাফি-সিডন্স

‘কোচের মন্তব্য নিয়ে বেহাসে জড়ালেন মাশরাফি' - শিরোনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর৷ মাশরাফি পুরোপুরি ফিট নন - কোচ জেমি সিডন্সের এমন মন্তব্যের প্রতিবাদ করেছেন মাশরাফি৷ মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, আমার ফিটনেস নিয়ে কথা বলবেন আমার ফিজিও৷ কোচ কথা বলবেন পারফরমেন্স নিয়ে৷ ফিটনেস নিয়েতো তিনি কথা বলতে পারেন না৷ এছাড়া দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে, ‘মাশরাফিকে অদ্ভুত সব ব্যাখ্যা আর যুক্তি সিডন্সের'৷ মঙ্গলবার এই নিয়ে মাশরাফি এবং সিডন্সের মধ্যে ২৩ মিনিট কথা হয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা