1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোয়াইট ওয়াশ ঠেকাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

১০ ফেব্রুয়ারি ২০১০

হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্য নিয়ে আজ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ৷ আগের দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ খুঁইয়ে বসে আছে সাকিব বাহিনী৷

https://p.dw.com/p/LyRM
মাশরাফির অভাব এখন বোঝা যাচ্ছে সবচেয়ে বেশিছবি: AP

নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত তিন জাতির আইডিয়া কাপে বেশ ভালোই পারফরম্যান্স ছিল বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের৷ কিন্তু নিউজিল্যান্ড সফরে গিয়ে যেন ব্যাটিং ভুলতে বসেছে সাকিব বাহিনী৷ বিশেষ করে দলের অন্যতম ব্যটসম্যান আশরাফুল এবং অধিনায়ক সাকিবের ব্যাটে রান খরা চলছে৷ গত দুই ম্যাচে এই দুইজনের ব্যাট থেকে এসেছে মাত্র ১৪ রান, যা পুরো মিডল অর্ডারকেই নাজুক করে ফেলেছে৷ প্রথম ম্যাচে মাত্র ১৯০ রান এবং তার পরের ম্যাচে ১৮৫ রান সংগ্রহই বলে দিচ্ছে দলের ব্যাটিং-এর বর্তমান চালচিত্র৷ গত ম্যাচে মুশফিকুরের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৮৬ রানের ইনিংসটি মিডল অর্ডারের বর্তমান ব্যর্থতাকে আরও বেশি করে যেন ফুটিয়ে তুলেছে৷

Cricket irland besiegt Bangladesh
আশরাফুলের ব্যাটেও রান নেইছবি: AP

তার ওপর নিউজিল্যান্ডের সবুজ ফাস্ট পিচে বাংলাদেশ দলের স্পিনাররা কিছুতেই সুবিধা করতে পারছেন না৷ তিন পেস বোলারকে নামালেও এখন পর্যন্ত তাদের কাউকেই তেমন ভয়ঙ্কর মনে হয়নি৷ এই অবস্থায় মাশরাফি বিন মোর্তাজার অনুপস্থিতিটা বেশ অনুভুত হচ্ছে গোটা বাংলাদেশ দলের মধ্যে৷ তবে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘নতুন বলে আমাদের বোলাররা ভালোই করছে৷ কিন্তু আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং এ আরও ভালো করতে হবে৷'

এদিকে আগামী সিরিজটিই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে৷ তাই নিউজিল্যান্ড দলের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি বাংলাদেশের বিরুদ্ধেই পরবর্তী সিরিজের জন্য একটি ভালো প্রস্তুতি সেরে নিতে চাচ্ছেন৷ দলের নতুন ফাস্ট বোলার এ্যান্ডি ম্যাককে ইতিমধ্যে বেশ সমীহ জাগিয়েছেন দলের মধ্যে৷ গতির পাশাপাশি লাইন লেংথও ভালো ২৯ বছর বয়সী এ্যান্ডি ম্যাককে-র৷ তবে আজকের ম্যাচে খেলছেন না পেস বোলার ড্যারিল টাফি৷ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি, জানানো হয়েছে কিউই দলের পক্ষ থেকে৷

প্রতিবেদক রিয়াজুল ইসলাম, সম্পাদনা সাগর সরওয়ার