1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাকিংয়ের ঝুঁকিতে জিএসএম নেটওয়ার্ক

১০ আগস্ট ২০১০

মোবাইল ফোন গ্রাহক বিশেষ করে জিএসএম পদ্ধতির আওতায় যারা, তাদের জন্য একটি দুঃসংবাদ শুনিয়েছেন বিশেষজ্ঞরা৷ বলছেন, স্বল্প খরচে একটি মাত্র টাওয়ার বসিয়ে হ্যাকাররা ঢুকে যেতে পারে এই নেটওয়ার্কে, শুনতে পারে যে কোনো ব্যক্তির কথা৷

https://p.dw.com/p/OgkP
নকল টাওয়ার বসিয়ে মোবাইল ফোনে হ্যাকিং সম্ভবছবি: picture-alliance/ dpa

আর নিরাপত্তা ব্যবস্থার এই গলদ নিয়ে কোনো ভাবনাই নেই অপারেটরদের৷ হ্যাকারদের সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

মাত্র ১১শ ইউরো, মোবাইল ফোনের একটি টাওয়ার বসাতে এখন খরচ এমনই৷ এক সময় অবশ্য তা বেশি ছিল৷ তবে তা অনেক কমে এসেছে৷ এই ১১শ ইউরো খরচ করেই হ্যাকাররা জিএসএম নেটওয়ার্কে ঢুকে পড়তে পারবেন বলে জানালেন ক্রিস পাগেট৷ অ্যামেরিকার এই প্রযুক্তি বিশেষজ্ঞ গত শনিবার লাভ ভেগাসে হ্যাকার সম্মেলনে তুলে ধরেন এ সংক্রান্ত তথ্যাদি৷

ডেফকন সম্মেলন হ্যাকারদের সবচেয়ে বড় সম্মেলন৷ প্রতিবছরই বিশ্বের নানা স্থান থেকে লাস ভেগাসে জড়ো হন তারা৷ সেখানে আলোচনায় অংশ নেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, আইনজ্ঞরাও৷ ১৯৯৩ সালে শুরু হয়েছে এই আসর৷ ২০০৮ সালের সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮ হাজার৷

Mobile World Congress in Barcelona Flash-Galerie
বহু মানুষই বর্তমানে ব্যবহার করছেন জিএসএম নেটওয়ার্কছবি: AP

কী করে একটি নকল টাওয়ার বসিয়ে মোবাইল ফোনে হ্যাকিং সম্ভব, সম্মেলনে তাই তুলে ধরেন পাগেট৷ তিনি বলেন, সেকেন্ড জেনারেশনের জিএসএম সিস্টেমে অনায়াসেই হ্যাকিং সম্ভব৷ তা করতে খরচও খুব বেশি নয়৷ অর্থাৎ বিশ্বের জিএসএম নেটওয়ার্ক ব্যবহারকারীরা আছে ঝুঁকির মধ্যে৷ পাগেট বলেন, একটি নকল টাওয়ার বসিয়ে জিএসএম নেটওয়ার্কে হ্যাকিং খুব একটা কঠিন নয়৷ কোনো মোবাইল থেকে কল করতে চাইলে নকল টাওয়ারের মাধ্যমে তা ধরে নিতে হবে৷ তখন গ্রাহক এবং তার অন্যপাশের সব কথাবার্তা শোনা যাবে৷ পাগেট বলছেন, এই ধরনের ঝুঁকির মধ্যে থেকেও ওয়ার্ল্ড জিএসএম অ্যাসোসিয়েশনের কোনো মাথাব্যথাই দেখা যাচ্ছে না৷

অবশ্য পাগেটের কথা শোনার পর জিএসএম অ্যাসোসিয়েশন জানিয়েছে, কিছুটা ঝুঁকির মধ্যে আছে, সেটা তারাও জানে৷ তবে নকল টাওয়ার বসিয়ে নির্দিষ্ট দূরত্বের বাইরে গ্রাহকদের ফোনকল টেপ করা যাবে না বলেই দাবি তাদের৷ সেইসঙ্গে তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার এই গলদ কাটাতেও সচেষ্ট তারা৷

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জিএসএম প্রযুক্তি অনেক পুরনো হয়ে গেছে৷ মোবাইল ফোনের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টস জেনাকিস ডয়চে ভেলে-কে বলেন, ‘‘আধুনিকায়ন না করেই পুরনো প্রযুক্তি ধরে চলছে জিএসএম অপারেটররা৷ ফলে তারা ঝুঁকির মধ্যে পড়েছে৷'' তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা কাটানো সম্ভব বলে মনে করেন জেনাকিস৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার