1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যান্ডশেক দেখেই অনুমান করা যাবে মানুষের আয়ু!

১৩ সেপ্টেম্বর ২০১০

একজন মানুষ কতদিন বাঁচবে কেউ সেটা বলতে পারেনা৷ তবে বুড়ো বয়সে স্বাস্থ্যের অবস্থা বুঝে হয়তো বলা যেতে পারে আপনি আর কতদিন বাঁচতে পারেন৷

https://p.dw.com/p/PAYi
ছবি: picture-alliance / OKAPIA KG, Germany

বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষ কত ভালভাবে অর্থাৎ শক্ত হাতে হ্যান্ডশেক বা করমর্দন করতে পারে সেটা দিয়ে নাকি অনুমান করা সম্ভব ঐ মানুষটি আর কত বছর বাঁচতে পারে৷ তাঁরা বলছেন এ ধরণের মানুষ যারা নরম হাতে হ্যান্ডশেক করে তাঁদের চেয়ে বেশি বছর বাঁচতে পারে৷

শুধু তাই নয়, যেসব বুড়ো জোরে হাঁটতে পারেন, চেয়ারে বসা অবস্থা থেকে দ্রুত উঠে দাঁড়াতে পারেন এবং যাদের এক পায়ের ভারসাম্য ভাল – ধরে নেয়া যায় তাঁরাও বেশিদিন বাঁচবেন৷

ব্রিটেনের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের বিজ্ঞানীরা মোট ৩৩টি গবেষণার ফল পর্যালোচনা করে এই মন্তব্যগুলো করেছেন৷ কয়েক হাজার বুড়োর ওপর করা হয়েছে গবেষণাগুলো৷ প্রত্যেকেরই বয়স ৬০ এর ওপরে৷

রাচেল কুপার নেতৃত্ব দিয়েছেন গবেষণা পর্যবেক্ষণ দলের৷ পরে তাঁরাও একটি গবেষণাপত্র বের করেছেন৷ যেটা প্রকাশ পেয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে৷ অনলাইনে http://link.reuters.com/wat72p এই ঠিকানায় পাওয়া যাবে গবেষণাটি৷

কুপারের বলছেন তাঁদের পর্যালোচনায় পাওয়া তথ্যগুলো হয়তো এখনই ডাক্তাররা রোগীর পরীক্ষায় ব্যবহার করতে পারবেননা৷ তবে এই তথ্যগুলো কাজে লাগিয়ে এ বিষয়ে আরও গবেষণা করে ভবিষ্যতে এমন কোনো কিছু বের করা যেতে পারে যেটা হয়তো ডাক্তারদের কাজে লাগতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়