1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাম হারল ৩-০, তা-ও গদি ছাড়বেন না গ্রান্ট

১৬ জানুয়ারি ২০১১

আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে বেশ বেকায়দায় এখন ওয়েস্ট হ্যাম৷ তবে হ্যামের বিতর্কিত কোচ গ্রান্ট এই বিশাল পরাজয়ের পরেও অটল৷ এখনই ছাড়তে রাজি নন নিজের গদি৷

https://p.dw.com/p/zyJ9
আর্সেনালের খেলা মানেই টানটান উত্তেজনা (ফাইল ফটো)ছবি: AP

আপটনের ম্যাচের ফলাফল ৩-০

আর্সেনালের বিরুদ্ধে ওয়েস্ট হ্যামের ম্যাচটার দিকে চোখ ছিল ফুটবল জগতের৷ মাঠে দেখা গেল আর্সেনাল তারকা থিও ওয়ালকটের দলবলের সামনে সোজা হয়ে দাঁড়াতেই পারল না ওয়েস্ট হ্যাম৷ ইসরায়েলি কোচ আব্রাহাম গ্রান্টের মুখে রীতিমত চুনকালি পড়েছে এই ম্যাচের পর৷ কারণ, রবিন ফান পারসি-র পরপর দুটি গোল আর ম্যাচমেকার থিও ওয়ালকটের একটি৷ সব মিলিয়ে আর্সেনালের মাঠজুড়ে একাধিপত্যের খেলা দারুণ উপভোগও করেছেন দর্শকরা৷

ওয়েস্ট হ্যামের সংহতি বিপন্ন

সমস্যা অনেকদিন থেকেই চলছে৷ দলবদলের সময়ে বেশ কিছু ভালো খেলোয়াড় দল ছেড়েছেন৷ নতুন যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে তিনজনের বয়স যথেষ্ট বেশি৷ কোচ আব্রাহাম গ্রান্টের সঙ্গে তাদের কয়েকজনের সম্পর্ক তেমন সুবিধার নয়৷ ফলে দলের মধ্য সংহতি আর বোঝাপড়ার অভাবও বেশ প্রকট৷ মাঠেও তার ছাপ পড়েছে বেশ স্পষ্ট৷

গ্রান্টের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ

বাদানুবাদটা হয়েছে খেলার শেষে সাংবাদিক সম্মেলনে৷ দলকে টেনে তুলতে ব্যর্থ গ্রান্ট ওয়েস্ট হ্যামের ম্যনেজার বা কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আর এই আপটন ভিলার ম্যাচে ৩-০ হেরেই তিনি বিদায় নেবেন, এ প্রশ্ন উঠেছিল সেখানে৷ গ্রান্ট রীতিমত উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করে দেন৷ বলেন, ‘সব বাজে কথা৷ আমি কিছুতেই এখন ওয়েস্ট হ্যাম ছাড়ব না৷ দল যা করছে, ভালোই করছে৷ কারও কোন অভিযোগ নেই আমার বিরুদ্ধে৷'

ও'নিল নাকি কোচের দায়িত্ব নেবেন!

অ্যাশটন ভিলার কোচের চাকরি ছেড়ে দিয়েছেন মার্টিন ও’নিল৷ তিনিই আসছেন ওয়েস্ট হ্যামে, এমন কথা চারদিকেই শোনা যাচ্ছে৷ কিন্তু, গ্রান্ট যেভাবে আপটন ভিলায় কথা বললেন, তাতে সে গুড়ে ভাঙা কাচ৷ মনে করছে ওয়াকিবহাল মহল৷ তবে দলের যা অবস্থা, তাতে গ্রান্টকে আজ হোক বা কাল, দল ছেড়ে যেতেই হবে৷ এখন কতদিনে সেটা হয়, সেটাই দেখার বিষয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম