1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি পটারের থ্রিডি ছবি তৈরি হয়নি, হতাশ করল ওবি

১০ অক্টোবর ২০১০

দেরি হবে৷ হ্যারি পটার ভক্তদের খুশি করতে ব্যর্থ হল রুপোলি পর্দার খবর৷ ঢাক ঢোল পিটিয়ে যে নতুন থ্রিডি সিনেমার কথা বলা হয়েছিল৷ যথাসময়ে মুক্তি পাবেনা সেই ছবি৷ ওয়ার্নার ব্রাদার্স বা ওবি-র কাঁচুমাচু জবাব, আপাতত সাধারণটাই দেখুন৷

https://p.dw.com/p/PaO0
হ্যারি পটার,রুপোলি পর্দা,থ্রিডি,অতলান্তিক,ওপরা উইনফ্রি, Harry Potter, J K Rowling, Oprah Winfrrey, USA, 3D, Film

কথা ছিল আগামী ১৯ নভেম্বর অতলান্তিকের এপারে বিলেতে আর ওপারে অ্যামেরিকায় একইসঙ্গে মুক্তি পেয়ে যাবে ‘হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ পার্ট ওয়ান'- ছবির থ্রিডি এবং টুডি দুটো বিভাগই৷ কিন্তু, থ্রিডি ঝুলিয়েছে৷ তাতে বহু সময় লাগবে৷ অগত্যা ডেটলাইন বেহাল৷ ছবির প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স তাই জানাচ্ছে, আপাতত টুডিটাই দেখুন৷ থ্রিডি এখন হচ্ছে না৷

আসলে জেমস ক্যামেরনের আভাতার থ্রিডিতে দেখার পর হ্যারিকেও সেই ত্রিমাত্রিক ছন্দে দেখতে উদগ্রীব দর্শকরা৷ ওয়ার্নার ব্রাদার্সও বড়মুখ করে বলে দিয়েছিল, ‘কোই পরোয়া নেহি৷ হো যায়েগা৷' কিন্তু তীরে এসে তরী ডুবে এখন সেই প্রযোজকদের একগাল মাছি৷ তবে ২০১১ সালের পনেরোই জুলাই এই সিরিজের শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ পার্ট টু'-এর দুই এবং তিনমাত্রিক দুটো ছবিই একসঙ্গে মুক্তি পাবে৷ কথা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স৷ হ্যারির জননী থুড়ি লেখিকা রাউলিং আবার আগেভাগে বলে রেখেছিলেন, এরপর আর হ্যারিকে নিয়ে কিছু লিখবেন না৷

Harry Potter 7 Verkaufsstart - 02#10 - England
খুদে ভক্তদের মাঝখানে জে কে রাউলিংছবি: AP

তাই বলে সেখানেই আটকে থাকছেন না এক হ্যারিকে নিয়েই দুনিয়া কাঁপানো জে কে রাউলিং৷ প্রখ্যাত মার্কিন টিভি শো হোস্ট ওপরা উইনফ্রির সঙ্গে ক্যামেরার সামনে বসে রাউলিং বলে বসেছেন, ‘মাথায় হ্যারি আর হ্যারিকে নিয়ে বেশ কিছু কাহিনী গিজিগিজ করছে আমার৷ বলা যায়না, লিখে ফেলতেও পারি গোটা কয়েক৷'

Harry Potter 7 Verkaufsstart - 09#10 - Israel
হ্যারি পটারের বই কিনতে ইসরায়েলে ভিড়ভাট্টা, লাইন৷ছবি: AP

তো, সেই ভালো৷ খামখা হ্যারিকে মেরে না ফেলে আবার কলম, না না, ল্যাপটপ তুলে নিন রাউলিং৷ লিখে ফেলুন হ্যারিকে ঘিরে আরও জাদুভরা কাণ্ডকারখানা৷ তাতে সবাই খুশি, নিশ্চিন্তও৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম