1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০০ কোটি ডলারের ঋণ চুক্তি সই

৭ আগস্ট ২০১০

বাংলাদেশ ভারতের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ নেয়ার চুক্তি সই করেছে শনিবার বিকেলে৷ ঢাকায় চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি উপস্থিত ছিলেন৷

https://p.dw.com/p/Oeez
India, Finance, Minister, Pranab, Mukherjee, ভারত, বাংলাদেশ, অর্থমন্ত্রী, প্রণব, মুখার্জি
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিছবি: UNI

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন বহিঃসম্পদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূইয়া এবং ভারতের পক্ষে সেদেশের এক্মিম ব্যাংকের চেয়ারম্যান টিসিএ রঙ্গনাথান৷ বাংলাদেশ এই ঋণ নিচ্ছে অবকাঠামোগত উন্নয়নের জন্য৷ বিশেষ করে সড়ক, রেল, নৌ অবকাঠামোর উন্নয়ন, যাতে ট্রানজিট সহজতর হয়৷ চুক্তি অনুযায়ী আগামী ২০ বছরে বাংলাদেশকে এই অর্থ ফেরত দিতে হবে৷ সুদের হার শূন্য দশমিক ৫ ভাগ৷ গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এই ঋণের প্রস্তাব দেন৷

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রণব মুখার্জি ৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন৷ মূলত চুক্তি সই অনুষ্ঠানের জন্যই তিনি এসেছেন৷ ঢাকায় এসে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে৷ মিল রয়েছে সংস্কৃতিতে৷ এই সম্পর্ক আরো জোরদার করতে হবে৷ প্রণব মুখার্জি দু‘দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর কথা বলেন৷ ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য