1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০০ দিন পর নতুনদিল্লিতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস

২৫ জুন ২০১০

শুক্রবার সকালে ‘কুইন্স ব্যাটন রিলে' ভারতে প্রবেশের সঙ্গে সঙ্গে শুরু হলো কমনওয়েলথ গেমসের দিন গণনা৷ পাকিস্তান থেকে ঐতিহাসিক ওয়াগা সীমান্ত দিয়ে এই ব্যাটন ভারতে এসে পৌঁছলো৷

https://p.dw.com/p/O327
কমনওয়েলথ গেমস’এর প্রতীক ‘শেরা’ছবি: UNI

কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডি এই ব্যাটন গ্রহণ করেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল সৈয়দ আরিফ হাসানের হাত থেকে৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল প্রমুখ৷ কালমাডি এবং আরিফ হাসান উভয়েই তাঁদের বক্তব্যে বলেন, ভারত-পাকিস্তান মৈত্রীর সেতুবন্ধন গড়ে তুলতে সাহায্য করবে কমনওয়েলথ গেমস্৷

কুইনস্ ব্যাটন রিলে শুরু হয় গত বছরের ২৯শে অক্টোবর৷ বাকিংহাম প্রসাদে এর শুভারম্ভ করেন রাণী এলিজাবেথ – ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিলের উপস্থিতিতে৷ এই ব্যাটন ইতিমধ্যেই বিশ্বের ৭১টি দেশের মধ্য দিয়ে ১লক্ষ ৭০ হাজার কিলোমিটার পথ পেরিয়ে ভারতে এসেছে৷ বাকি ১০০দিন ধরে ভারতের বিভিন্ন শহর দিয়ে আরো ২০ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করে মোট ১লক্ষ ৯০ হাজার কিলোমিটার অতিক্রম করে নতুনদিল্লিতে আসবে৷ কমনওয়েলথ গেমস্ শুরু হচ্ছে ৩রা অক্টোবর৷ চলবে ১৪ই অক্টোবর পর্যন্ত৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: সঞ্জীব বর্মন