1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ কোটি নারী মোবাইল সুবিধা পাবেন

৮ অক্টোবর ২০১০

ধরুন, আপনি একজন ব্যবসায়ী, কিন্তু আপনার মোবাইল নেই৷ আজকের দিনে এটা কী সম্ভব?...তবে শুধু ব্যবসাই নয়, দৈনন্দিন অনেক কাজে লাগছে মোবাইল৷

https://p.dw.com/p/PYwv
মোবাইল নারীকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে পারেছবি: picture alliance/dpa

বিশ্বে যেমন অনেক ক্ষেত্রেই লিঙ্গ বৈষম্য রয়েছে, মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সেটা দেখা যায়৷ জিএসএম এসোসিয়েশনের এক হিসেব বলছে, যত পুরুষ মোবাইল ব্যবহার করে নারীর সংখ্যা তার চেয়ে প্রায় ত্রিশ কোটি কম৷ দক্ষিণ এশিয়ার নারীরা এক্ষেত্রে বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়েআছে৷

নারী পুরুষের মধ্যে মোবাইল ব্যবহারে এই বৈষম্য কমিয়ে আনতে তিন বছর মেয়াদী একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ এর আওতায় বিশ্বের মোট ১৫ কোটি নারীকে মোবাইল প্রযুক্তির সুবিধা দেয়া হবে৷ অর্থাৎ মোবাইল ব্যবহারে নারী ও পুরুষের ব্যবধানটা অর্ধেকে কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে৷

এই প্রকল্পের নাম ‘এমওমেন'৷ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন হলেন এই প্রকল্পের উদ্যোক্তা৷ ইতিমধ্যে বিশ্বের ১৭টি মোবাইল অপারেটর এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে৷

চেরি ব্লেয়ার বলেন মোবাইল ফোনকে কাজে লাগিয়ে নিরক্ষরতা দূর করা যায়৷ এছাড়া মোবাইল দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করা যেতে পারে৷ যেটা নারীকে আর্থিক স্বাধীনতা দিতে পারে৷

এদিকে একটি জরিপে দেখা গেছে, শুধু আর্থিক সুবিধাই নয় প্রায় ৯৩ শতাংশ নারী মনে করেন মোবাইল থাকার কারণে তারা আগের চেয়ে বেশি নিরাপদ জীবনযাপন করছেন৷ আর ৮৫ শতাংশ নারী বলেছেন তারা এখন আরও স্বাধীন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা