1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতলো পাকিস্তান

২৪ জুলাই ২০১০

টেস্ট ক্রিকেটে ১৫ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়াকে হারালো পাকিস্তান৷ হেডিংলির দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই তিন উইকেটে জয় পেল পাকিস্তান৷ ফলে জয় দিয়েই টেস্ট অধিনায়কত্ব শুরু করলেন সালমান বাট৷

https://p.dw.com/p/OTiE
জয় দিয়েই টেস্ট অধিনায়কত্ব শুরু করলেন সালমান বাটছবি: AP

হেডিংলি টেস্টের আগে শহিদ আফ্রিদির কাছ থেকে দায়িত্ব পান সালমান বাট৷ আর অস্ট্রেলিয়ার কাছে টানা ১৩ টি হারের পর পাকিস্তানের এই বিজয়৷ এই জয়ের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজ ১-১ এ শেষ করলো অস্ট্রেলিয়া এবং পাকিস্তান৷

এর আগে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৪৯ রানে৷ আর অসিরা প্রথম ইনিংসে করেছিল ৮৮ রান৷ পাকিস্তান তাদের প্রথম ইনিংসে তোলে ২৫৮ রান৷ আর জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পাকিস্তানি ব্যাটসম্যানরা৷ এই ইনিংসে নেমে ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক পান আজহার আলী৷ ৫১ রান তুলে বিদায় নেন তিনি৷

সর্বোচ্চ রান আসে ৬৭, ইমরান ফারহাতের ব্যাট থেকে৷ এছাড়া কামরান আকমলের তিনটি চার পাকিস্তানকে এগিয়ে নেয় জয়ের দোরগোড়ায়৷ জয়সূচক শেষ রানটি তোলেন উমর গুল৷ ক্রিজের অন্যদিকে তখন মোহম্মদ আমের৷

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ডগ বোলিঙ্গার ৫১ রান দিয়ে নেন তিনটি উইকেট৷ এছাড়া মাত্র ৩৯ রান দিয়ে আরো তিন উইকেট নেন বেন হিল্ফেনহাউজ৷

এই সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানে জেতে অস্ট্রেলিয়া৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক