1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৬ই মে থেকে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট

৬ মে ২০১০

মেশিন রিডেবল পাসপোর্ট - উন্নত প্রযুক্তির পথে আরও একধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ প্রচলিত হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে বিদেশে বাংলাদেশীদের পড়তে হয় বিভিন্ন সমস্যায়৷ অনেক অপরাধী নাম ও ছবি পাল্টে পার পেয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/NG0s
ছবি: picture-alliance/dpa

মেশিন রিডেবল পাসপোর্ট এসব সমস্যা থেকে মুক্তি দেবে, জানান পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক আব্দুল মাবুদ৷ তিনি বলেন, এই পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তামূলক বৈশিষ্ট্য রয়েছে৷ যা নকল করা সম্ভব না৷

ঢাকায় পাসেপার্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য ইতিমধ্যেই রীতিমত ভিড় লেগে গেছে৷ গ্রাহকরা যেমন উৎসাহী, তেমনি পাসপোর্ট অফিসের কর্মকর্তারাও ব্যস্ত৷ কিছু ভোগান্তি থাকলেও সবাই হাসিমুখে তা মেনে নিচ্ছেন৷ কারণ মেশিন রিডেবল পাসপোর্ট পেলে তারা ভোগান্তি থেকে বেঁচে যাবেন৷

যেসব বাংলাদেশী বিদেশে অবস্থান করছেন তাদেরও দূতাবাসের মাধ্যমে শিগগিরই এই আধুনিক পাসপোর্ট দেয়া শুরু হবে৷ আর যে কেউ চাইলে নির্ধারিত ফি দিয়ে বদলে নিতে পারেন পুরনো পাসপোর্ট, বললেন উপ মহাপরিচালক ফজলুল হক৷

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের পর আর হাতে লেখা পাসপোর্ট গ্রহণ করা হবেনা৷ তাই সবাইকে এ সময়ের মধ্যে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট নিতে হবে৷ ঢাকা ছাড়াও আরও ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে একই সাথে নতুন পাসপোর্ট দেয়া শুরু হয়েছে৷ আগামী ১৬ই মে থেকে বিতরণ শুরু হতে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক