1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৬ কোটি মানুষ আজ বাংলাদেশকে জিততে দেখতে চায়

৪ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংককে কোনরকম ধাক্বা না দেওয়ার অনুরোধ জানালেন ড. ইউনূস৷ আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ৷ গোটা দেশ জয় চায়৷

https://p.dw.com/p/10TEs
আদালতে পৌঁছানোর পর ড. ইউনূসছবি: dapd

সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ইউনূস

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস৷ তাঁর অনুরোধ, গ্রামীণ ব্যাংককে কোনো 'ধাক্কা না দেওয়ার৷ তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদে কে থাকলো সেটা বড় কথা নয়, আমি আপনাদের নিকট আবেদন করি, এখানে যেন কোনো ধাক্কা না লাগে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ড. মুহাম্মদ ইউনূস-কে উদ্ধৃত করে আরও জানিয়েছে, প্রফেসর ইউনূস বলেছেন, আমি চলে যেতে চেয়েছি৷ কিন্তু পরিচালনা পরিষদের সিদ্ধান্তে আমাকে থাকতে হয়েছে৷ ইউনূস জানান, গ্রামীণ বাংকের ৮৩ লাখ ঋণগ্রহিতা রয়েছে৷ দেশের এক তৃতীয়াংশ পরিবার এর সঙ্গে যুক্ত৷ তিনি বলেন, কারো অনুদানে নয়, নিজস্ব আমানত দিয়ে চলে এই প্রতিষ্ঠান৷ তাই আস্থায় চিড় ধরলে এই প্রতিষ্ঠান নড়বড়ে হয়ে যাবে৷ ইত্তেফাকের বক্তব্য, ড. ইউনূসের রিটের রায় আদালত জানাবে রবিবার৷ রায় না জানানো পর্যন্ত উভয়পক্ষকেই অন্য কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে আদালত৷ ড. ইউনূসের আইনজীবির বক্তব্যও প্রকাশ করেছে ইত্তেফাক৷ তাঁর দাবি, বাংলাদেশ ব্যাংক এখতিয়ারবিহীন কাজ করেছে৷

Cricket Begeisterung in Bangladesch Flash-Galerie
দেশের প্রতি ভালোবাসা ক্রিকেটকে মাধ্যম করে৷ছবি: bdnews24.com

আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

‘সাকিবদের সঙ্গে আজ ১৬ কোটি প্রাণ' আজকের কালের কন্ঠ সংবাদপত্রের শীর্ষ শিরোনাম৷ গোটা দেশ তাকিয়ে আছে এই খেলার দিকে৷ বাংলাদেশেকে এই ম্যাচে জিততে গেলে কী কী করতে হবে তা নিয়ে পাতা ভরিয়েছে সব সংবাদপত্র৷ আশা নিরাশার দোলাও চোখে পড়েছে৷ যেমন, বিডিনিউজ টোয়েন্টফোরের কলামে লেখক বলছেন, ‘ওয়ানডে র‌্যাকিংয়েও ওয়েস্ট ইন্ডজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। হিসেব অনুযায়ী শুক্রবারের ম্যাচে বাংলাদেশই ফেভারিট৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমিও বাংলাদেশকে এগিয়ে রাখবো৷ আমার ধারণা, সামর্থ্যের পুরোটা দিতে পারলে বাংলাদেশই জিতবে৷ আর কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে জিততেই হবে৷ সে ক্ষেত্রে কোনো বিভাগেই এক বিন্দু খারাপ করলে চলবে না৷ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিভাগের দিকে তাকালেই দেখতে পাবেন- মারকুটে কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন ওই দলে৷ আবার কালের কন্ঠের বিশেষজ্ঞের মতে, ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোরা স্বরূপে থাকলে যে কোনো দলের জন্যই তা হয়ে ওঠে বিপদজনক৷ আর ওয়েস্ট ইন্ডিজের বোলিংও কোনো অংশে দুর্বল নয়৷ কেমার রোচ আগের ম্যাচে হ্যাট্রিক করে ফর্মের তুঙ্গে রয়েছেন৷ তাই সামর্থ্যের বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজকে কিছু ক্ষেত্রে এগিয়ে রাখছে সংবাদপত্রটি৷ যদিও একথাটা মানতেই হবে যে, বাংলাদেশ এগিয়ে থাকবে নিজেদের মাটিতে খেলছে বলে৷ তাছাড়া দলে আছেন কয়েকজন ভালো স্পিনার৷ যাঁদের বোলিংয়ের গুণে আগের ম্যাচে অল্প রান করেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ৷ এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস