1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৬ কোটি রুপির স্পোর্টস কার এখন ভারতের বাজারে

২৯ অক্টোবর ২০১০

ভারতের কলকাতা শহরে এক সময় টানা রিকশার বেশ চল ছিল৷ এখনো নাই বলা যাবে না, তবে সংখ্যায় একেবারে নগণ্য৷ ভারতের অনেক শহরে সাইকেল রিকশা চলে, চলে ঐতিহ্যবাহী গাড়ি অ্যাম্বাসেডর৷ হাল আমলে লাখ টাকার টাটা ন্যানো৷

https://p.dw.com/p/Psdx
এটিও একটি স্পোর্টস কার৷ তবে বুগাতি ব্র্যান্ডের নয়৷ বিশ্বখ্যাত মার্সিডিজ কোম্পানির এই অত্যাধুনিক স্পোর্টস কারটি গত বছর ফ্র্যাঙ্কফুর্টে প্রদর্শন করা হয়ছবি: DW

সেই ভারতের রাজধানীতে এবার এলো নতুন এক স্পোর্টস কার৷ যেনতেন গাড়ি নয়, পৃথিবীর সবচেয়ে দামি স্পোর্টস কার৷ বুগাতি ব্র্যান্ডের এই গাড়িটির দাম ১৬ কোটি ভারতীয় রুপি বা ৩৬ লাখ ডলার৷

বুগাতি ভেইরন ১৬.৪ গ্রান্ড স্পোর্টস নামের এই গাড়িটি ঘন্টায় চলতে পারে ৪৯৭ কিলোমিটার বা আড়াইশ মাইল বেগে৷

এই গাড়ি কেনার লোকের সংখ্যা কিন্তু একেবারে কম নয়৷ হিসাবে দেখা যাচ্ছে, এ পর্যন্ত বিশ্বব্যাপী এই গাড়ি বিক্রি হয়েছে ১৫০টি৷ বিশ্বের খুব কম শহরেই আছে এর ডিলার৷ উপমহাদেশের মধ্যে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে এই গাড়ি৷

বুগাতির কর্মকর্তা জুলিয়াস কুরুতা জানান, ভারত হচ্ছে বিলাসপ্রিয়দের দেশ৷ এই দেশের বিভিন্ন স্থানে ছিলেন মহারাজারা৷ সেই মহারাজারাই আসলে ছিলেন বিলাসিতার সবচেয়ে বড় উদাহরণ৷ রুচিবানও ছিলেন তারা৷ ফলে তাদের আশা, সাবেক মহারাজাদের কারণে এই নতুন বাজারে ভালোই বেচাকেনা হবে৷

আর এই গাড়ি যে মিলিয়নিয়ার-বিলিয়নিয়াররা কিনবেন, তা তো আর বলার অপেক্ষা রাখে না৷ ভারতে বর্তমানে ৭৯ জন মাল্টি বিলিয়নিয়র এবং ৮৩৬ জন মিলিয়নিয়র রয়েছেন৷ তবে আরও রয়েছেন অনেকে, যাদের দিনে আয় ২০ রুপিরও কম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক