1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৫ পর্যন্ত বায়ার্নেই রিবেরি!

২৩ মে ২০১০

শনিবার মাদ্রিদে চ্যাম্পিয়নস লীগের ফাইনালের আগেই ফরাসি মিড-ফিল্ডার ফ্রঙ্ক রিবেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জার্মানির অন্যতম ফুটবল দল বায়ার্ন মিউনিখ৷ রবিবার এ কথা জানিয়েছেন বায়ার্ন দলের প্রধান কার্ল-হাইন্স রুমেনিগে৷

https://p.dw.com/p/NVJI
ফরাসি মিড-ফিল্ডার ফ্রঙ্ক রিবেরিছবি: pa / dpa

অলিম্পিক লিয়ঁ'র বিরুদ্ধে সেমি-ফাইনালে লিসান্ড্রো লোপেজ'কে ফাউল করে রিবেরি তিনটি ম্যাচের জন্য বহিষ্কার হন৷ বায়ার্ন মিউনিখ ঐ শাস্তির বিরুদ্ধে ‘কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট' বা সিএএস'এ আপীল করে৷ কিন্তু, প্রাথমিকভাবে সে আবেদন নাকচ হয়ে যায়৷ তাই রিবেরিকে বাদ দিয়েই মাদ্রিদ যায় বায়ার্ন৷

আর সেখানে যেটা হয়, তাতো সকলেরই জানা৷ কারণ, চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ইন্টার মিলানের মিলিতোই হয়ে উঠলেন সকলের নয়নের মণি৷ দুটি গোলই তাঁর কৃতিত্ব৷ তাই শুরুতে বেশ চাপ সৃষ্টি করেও, শেষ পর্যন্ত ২-০ গোলে হার মানতে হলো বায়ার্নকে৷

এদিকে, বায়ার্ন লিয়ঁ'র বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে রিবেরির বদলে হামিট আল্টিনটপ'কে খেলালেও, তাঁর যে বিকল্প নেই - সে কথা এবার বলছেন অনেকেই৷ অর্থাৎ, শনিবার বায়ার্ন মিউনিখ-এর কুপোকাত হওয়ার পেছনেও ২৭ বছর বয়স্ক রিবেরির অনুপস্থিতি কিছুটা কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

তবে আবারো বায়ার্নের হয়ে খেলার সুযোগ পেয়ে খুবই খুশি ফ্রঙ্ক রিবেরি৷ তাঁর কথায়, ‘‘আমি এবং আমার পরিবার মিউনিখ-এ থেকে যেতে পারায় অসম্ভব খুশি৷ এই ক্লাব আমার কাছে পরিবারের মতো৷ তাই তাদের সঙ্গে ভবিষ্যতে আবার কাজ করার পেয়ে আমি দারুন খুশি৷''

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আরাফাতুল ইসলাম