1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘২০১৫ সালের আগে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না’

১১ জানুয়ারি ২০১১

২০১৫ সালের আগে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না, বলে ধারণা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর বিদায়ি প্রধান মেইর দাগানের৷

https://p.dw.com/p/QpiX
মোসাদ-এর বিদায়ি প্রধান মেইর দাগানছবি: AP Graphics

ইসরায়েলের ‘ইয়েডিওট আরোনোট’ পত্রিকা এ তথ্য দিয়েছে৷ পত্রিকাটি জানায়, মোসাদ প্রধান দাগান বলেছেন ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন পিছিয়ে গেছে৷

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ইসরায়েলের এক মন্ত্রী বলেছিলেন পরমাণু বোমা তৈরি করতে ইরানের কমপক্ষে আরও তিন বছর লাগতে পারে৷

তবে দেশটির কোনো সরকারি কর্মকর্তা পত্রিকাতে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করতে চান নি৷

এদিকে ইরান দাবি করছে, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ’এর সঙ্গে জড়িত গুপ্তচর ও সন্ত্রাসীদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে৷ এদের একজন হলেন মজিদ জামালি ফাশ৷ ইরানের সরকারি টেলিভিশনের ওয়েবসাইটে ফাশের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে৷

সাক্ষাৎকারে ফাশ বলেন, গত বছর ইরানের প্রখ্যাত বিজ্ঞানী মাসুদ আলি মোহাম্মদিকে হত্যার জন্য ইসরায়েলের সামরিক কর্মকর্তারা তাঁকে প্রশিক্ষণ দিয়েছিল৷

ফাশের পুরো সাক্ষাৎকারটি আজ মঙ্গলবার প্রকাশ করা হবে বলে টেলিভিশনের ঐ প্রতিবেদনে জানানো হয়েছে৷

উল্লেখ্য, আলি মোহাম্মদি গত বছরের জানুয়ারি মাসে তাঁর বাড়ির সামনে এক বোমা হামলায় নিহত হন৷ ফাশ বলছে, ইসরায়েলের কর্মকর্তারা তাঁকে মোহাম্মদির বাড়ির নকশা বুঝিয়ে দিয়েছিল এবং কীভাবে বোমা হামলা চালাতে হয় সেটাও শিখিয়েছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ